মঙ্গলবার, জানুয়ারি ২১
TheWall
TheWall

বছরের শেষ মাসটা ভাল নয় চার রাশির জন্য, জেনে নিন বাকিদেরটাও

Google+ Pinterest LinkedIn Tumblr +

অনির্বাণ

রাশি মিলিয়ে জেনে নিন এই মাসে শরীর, অর্থ ও প্রেম ভাগ্য কার কেমন–

মেষ

শরীর– ওজনের দিকে নজর রাখুন, খাওয়াদাওয়া করুন পরিমিত। খাওয়াদাওয়ার ব্যাপারে ইচ্ছার কথা নয়, ভাবুন স্বাস্থ্যের কথা।

অর্থ– মাসের শেষ ভাগে টাকা পেতে পারেন। প্রথমার্ধ সংযত থাকার চেষ্টা করুন।

প্রেম– সঙ্গীর অসুস্থতা আপনাকে সারাটা মাস উদ্বেগে রাখতে পারে।

বৃষ

শরীর– গত কয়েক মাস অনেক পরিশ্রম গেছে। এই মাসে বাড়তি বিশ্রাম প্রয়োজন। যথেষ্ট বিশ্রাম না নিলে অত্যন্ত ক্লান্ত বোধ করবেন।

অর্থ– বিনোদনের জন্য বেশি খরচ না করাই শ্রেয়। এই মাসে বেশ টানাটানি চলতে পারে। নতুন যৌথ উদ্যোগে সামিল না হওয়াই ভাল। শুভাকাঙ্ক্ষীর পরামর্শ নিন।

প্রেম– এই মাসে আপনার ইচ্ছায় সব কিছু নাও চলতে পারে, সঙ্গীর মতামতে বেশি গুরুত্ব দিন। অশান্তি এড়িয়ে চলুন।

মিথুন

শরীর– এই মাসে স্বাস্থ্য ভাল যাবে না। যত্ন অবশ্যই প্রয়োজন। অযথা চিন্তা করলে রক্তচাপ বাড়বে।

অর্থ– বিনিয়োগ এড়িয়ে চলা উচিত। তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নয়। আপনার আর্থিক ভাগ্য এই মাসে ভাল নয়।

প্রেম– সঙ্গীর মতামত শুনুন, না হলে মনোমালিন্য হতে পারে।

কর্কট

শরীর– অযথা চিন্তা করে সুস্থ্য শরীরকে ব্যস্ত করবেন না। এই মাসে নানা রকম সমস্যা আসবে। সতর্ক থাকুন।

অর্থ– এই মাসে আর্থিক ভাগ্য মাঝারি। অবাস্তব ভাবনা বর্জন করুন, না হলে অর্থের সমস্যা হতে পারে।

প্রেম– বিবাহিতদের জন্য মাসটি খুব শুভ। প্রেমের ক্ষেত্রেও শুভ।

সিংহ

শরীর– এই মাস শরীর ভাল থাকবে। গত কয়েক মাসের ক্লান্তি দূর হয়ে যাবে।

অর্থ– যথাসময়ে অমীমাংসিত কোনও আর্থিক কাজ মিটিয়ে ফেলুন। প্রলোভনে পা দিয়ে বিনিয়োগ করবেন না।

প্রেম– এই মাসটা আপনি খুবই শান্তি-সুখে থাকবেন। সম্পর্কের প্রতি বাড়তি নজর দিন।

কন্যা

শরীর– রাস্তাঘাটে সতর্ক হয়ে চলুন, দুর্ঘটনার আশঙ্কা আছে এই মাসে।

অর্থ– আর্থিক উন্নতি নিশ্চিত, তবে একইসঙ্গে ব্যয়ও ঊর্ধ্বমুখী হবে। মাসের প্রথমার্ধে হাতে টাকা আসবে।

প্রেম– যাঁরা এখনও ভাবছেন প্রোপোজ করবেন কি না, করে ফেলুন। এই মাসটায় সদর্থক উত্তর পাওয়ার সম্ভাবনা বেশি। বিবাহিতরা বেড়াতে যেতে পারেন।

তুলা

শরীর– স্বাস্থ্যের প্রতি যত্নশীল হন। সময়ে খাওয়াদাওয়া ও বিশ্রাম করুন। নানা রকম অসুখ ভোগাতে পারে ডিসেম্বরে।

অর্থ– এই মাসে বেশি অর্থ উপার্জন করতে পারেন। বন্ধুবান্ধবদের জন্য খরচ হয়ে যেতে পারে, সঙ্গদোষ থেকে সাবধান।

প্রেম– সঙ্গীর আবেগের চাহিদার সামনে মাথা নোয়াবেন না। সঙ্গীর অশিষ্ট আচরণ আপনাকে ব্যথিত করতে পারে।

বৃশ্চিক

শরীর– এই মাসের প্রথমার্ধে কোনও অসুবিধা না হলেও দ্বিতীয় ভাগে শারীরিক সমস্যা দেখা দিতে পারে।

অর্থ– বিনিয়োগ করতে হলে বারবার ভেবে তবে এগোবেন। অর্থ সঞ্চয় হবে এই মাসে।

প্রেম– সঙ্গীর সান্নিধ্য অনেক বেশি পেতে পারেন। আরও বেশি করে পরিবারকে সময় দিন।

ধনু

শরীর– স্বাস্থ্য নিয়ে অনেক অবহেলা করেছেন, আর নয়। এই মাসটা আপনাকে সাবধানে থাকতেই হবে।

অর্থ– আর্থিকক্ষেত্রে অমীমাংসিত সমস্যা আরও বাড়বে। অতিরিক্ত অর্থব্যয় আপনাকে নিরাশ করবে।

প্রেম– কোনও ঝগড়া-অশান্তির আশঙ্কা রয়েছে। দাম্পত্য বিবাদ এড়িয়ে চলুন।

মকর

শরীর– এই মাসটা শরীর সুস্থ্য থাকবে। কোথাও বেড়াতে যাওয়ার জন্য উপযুক্ত সময়।

অর্থ– দেরিতে হলেও পাওনা টাকাকড়ি এবার ফেরত পেতে পারেন। আর্থিক চিন্তা কমবে।

প্রেম– সঙ্গীর সঙ্গে বেশি করে সময় কাটান। বিবাহিতরা সপরিবারে ভ্রমণের আনন্দ উপভোগ করুন।

কুম্ভ

শরীর– ভীষণ বেশি মানসিক টানাপোড়েন থেকে রক্তচাপ বাড়ার আশঙ্কা। সুতরাং, স্বাস্থ্যের প্রতি এই মাসে খুব সজাগ থাকতেই হবে।

অর্থ– নতুন বিনিয়োগ না করাই শ্রেয়, তাতে লোকসানের আশঙ্কা। আর্থিক বিষয়ে বন্ধু বা অচেনা লোকজন কাউকেই বেশি ভরসা করবেন না।

প্রেম– এই মাসে সম্পর্ক নিয়ে সতর্ক থাকতে হবে। অল্প ভুল বোঝাবুঝির ভয় রয়েছে।

মীন

শরীর– শরীর নিয়ে বিশেষ কিছু ভাবার প্রয়োজন নেই। গোটা মাস সুস্থ থাকবেন।

অর্থ– ভবিষ্যতের কথা ভেবে এই মাসে বেশি বিনিয়োগের ঝুঁকি না নেওয়াই ভাল। আর্থিক ভাগ্য মাঝারি।

প্রেম– ভালবাসায় উৎসাহ পেতে পারেন। নিকটজনের সান্নিধ্য উপভোগ করবেন।

Share.

Comments are closed.