Date : 14th Jun, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
NEET 2025: প্রায় ১০০ পার্সেন্টাইল পেয়ে শীর্ষে রাজস্থানের মহেশ! প্রথম দশে নেই কলকাতার কেউদেশের বাতাবিলেবুর স্বাদ পেতে ঘরে ফিরেছিলেন, বিমান দুর্ঘটনায় মৃত্যু প্রবাসী রমেশের রাস্তায় মারামারিতে হইচই পড়েছিল, দলের চাপে তরুণীকে ক্যাডবেরি খাওয়ালেন পানিহাটির কাউন্সিলর'ভারতের জাতীয় পতাকা-গান সরাতে বলেছিল', পাকিস্তানে ‘দঙ্গল’ মুক্তি পায়নি আমিরের সিদ্ধান্তেইমাছও ব্যথা পায়! মৃত্যুর আগে ২০ মিনিটের যন্ত্রণা, গবেষণায় ধরা পড়ল নয়া তথ্যইলিশের খোঁজে! শনিবার রাতে সুন্দরবন থেকে গভীর সমুদ্রে রওনা দিচ্ছে কয়েক হাজার ট্রলারজলস্তর বাড়বে তিস্তা-তোর্সার, সতর্ক করল আলিপুর, সপ্তাহান্তে প্রবল বৃষ্টি রাজ্যজুড়েআন্তঃস্কোয়াড ম্যাচে শুভমান, রাহুলের অর্ধশতক, বল হাতে জ্বলে উঠলেন লর্ড শার্দূলAhmedabad Plane Crash: যাত্রী সুরক্ষায় গাফিলতি? দুর্ঘটনায় সরকারি বিবৃতিতে উঠছে প্রশ্নপাকিস্তানি আজাদের হাত ধরে ভোটার তালিকায় ৭৮ বিদেশি! তথ্য চেয়ে নির্বাচন কমিশনে চিঠি ইডির

২১ হাজার ওয়াগনার সেনা নিহত ইউক্রেনে, জেলেনস্কির হুঙ্কার, 'পুতিনকে সবাই খুন করতে চায়'

দ্য ওয়াল ব্যুরো: ভয়ঙ্কর গৃহযুদ্ধ চলছে রাশিয়ায়। পুতিনের নিজস্ব ভাড়াটে যোদ্ধারাই (Wagner Group) এখন তাঁকে গদি থেকে টেনে নামাতে চাইছে। একের পর এক শহর দখল করে নিচ্ছে ওয়াগনার বাহিনী। রাশিয়ার এমন চরম বিপর্যয়ের দিনেই বোমা ফাটালেন ইউক্রেনের প্রেস

২১ হাজার ওয়াগনার সেনা নিহত ইউক্রেনে, জেলেনস্কির হুঙ্কার, 'পুতিনকে সবাই খুন করতে চায়'

শেষ আপডেট: 4 July 2023 03:13

দ্য ওয়াল ব্যুরো: ভয়ঙ্কর গৃহযুদ্ধ চলছে রাশিয়ায়। পুতিনের নিজস্ব ভাড়াটে যোদ্ধারাই (Wagner Group) এখন তাঁকে গদি থেকে টেনে নামাতে চাইছে। একের পর এক শহর দখল করে নিচ্ছে ওয়াগনার বাহিনী। রাশিয়ার এমন চরম বিপর্যয়ের দিনেই বোমা ফাটালেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কি (Volodymyr Zelensky)। তিনি দাবি করেছেন, ইউক্রেনের মাটিতে যুদ্ধ করতে এসে প্রাণ হারিয়েছেন রাশিয়ার ভাড়াটে সেনাবাহিনী ওয়াগনার গোষ্ঠীর অন্তত ২১ হাজার সদস্য। জ়েলেনস্কির আরও দাবি, তাঁর প্রাণের থেকেও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জীবনের আশঙ্কা বেশি। কারণ গোটা বিশ্বই নাকি পুতিনকে খুন করতে চায়।

ভাড়াটে ওয়াগনার সেনাদের বিদ্রোহ ঘিরে তোলপাড় রাশিয়া। অন্যদিকে রাশিয়ার সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধ চলছে ইউক্রেনের। ইউক্রেনে ও রাশিয়ার মধ্যে সংঘাতের মাঝেই ওয়াগনার গোষ্ঠীর বিদ্রোহ চরম বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছে পুতিন প্রশাসনকে। এখন ঘরে বাইরেই বিপদে পুতিন। ওয়াগনার বাহিনীর প্রধান  ইয়েভগেনি প্রিগোজিনের হুঁশিয়ারির পরে এখন পুতিনের সব হিসেবই ওলটপালট হয়ে গেছে। এরই মধ্যে ইউক্রেন ঘোষণা করেছে, তাদের হাতে পুতিনের প্রায় ২১ হাজার ওয়াগনার সেনা নিহত হয়েছে।

রাশিয়ার এই গৃহযুদ্ধের পরিস্থিতিকেই এখন কাজে লাগাতে চাইছে ইউক্রেন। এক সাংবাদিক বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট জ়েলেনস্কি বলেছেন, ‘আমাদের ভূমি থেকে শত্রুদের হঠাতে এ সুযোগের ফায়দা তুলতে হবে।’’ ইউক্রেনীয় সেনাদের বিরুদ্ধে যুদ্ধে ৮০ হাজার ওয়াগনার সেনা জখম হয়েছে বলেও দাবি করেছেন ইউক্রেনীয় রাষ্ট্রপ্রধান। তাঁর দাবি, "ওয়াগনারের প্রতি জন সেনাই অপরাধী। ওদের কিছুই হারানোর ছিল না। কিন্তু এখন পুতিনকে বড় মূল্য চোকাতে হবে।" জ়েলেনস্কির বক্তব্য, ইউক্রেনের সঙ্গে শুত্রুতা করছে শুধু রাশিয়াইষ একমাত্র রাশিয়াই ইউক্রেনকে শেষ করতে চাইছে। কিন্তু গোটা বিশ্ব পুতিনের বিরোধী। পুতিনকে খুন করতে চায় সকলেই।

'ভুলের পর ভুল করেছে পুতিন, রাশিয়ায় নতুন প্রেসিডেন্ট দরকার', সেনা অভ্যুত্থানের ডাক ওয়াগনার বাহিনীর

পশ্চিমী সংবাদমাধ্যগুলির খবরে জানা গেছে, ওয়াগনার গোষ্ঠী রাশিয়ার আরও একটি শহর দখল করে নিয়েছে। মস্কোর দিকে যাচ্ছে ক্রমশ। ওয়াগনার আতঙ্কে রুশ কর্তাদের মধ্যে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। একাধিক শহরের নিরাপত্তা বাড়িয়ে তোলা হয়েছে। রাজধানী মস্কোর দক্ষিণে অবস্থিত লিপেৎস্ক প্রদেশের গভর্নর ইগর আর্তামোনোভ বলেছেন, “এখানে নিরাপত্তা আরও বাড়িয়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” রুস্তভের বাসিন্দাদের বাড়ি থেকে না বেরনোর নির্দেশ দেওয়া হয়েছে।


ভিডিও স্টোরি