শেষ আপডেট: 17th June 2023 14:26
দ্য ওয়াল ব্যুরো: কলেজে ভর্তি হয়েছিলেন, কিন্তু মাঝপথেই পড়াশোনা ছেড়ে দেন। অনেকেই তখন ভ্রূ কুঁচকেছিলেন। কিন্তু আজ তাঁর সমালোচকরাই বাহবা দিচ্ছেন। যাঁরা সেদিন বলেছিলেন, ভুল সিদ্ধান্ত নিয়েছিল, আজ তাঁরাই বলছেন, 'ভালই করেছিল কলেজ ছেড়ে!' দেশের একমাত্র এডটেক ইউনিকর্ন 'ফিজিক্সওয়ালা' তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন সেই কলেজ ড্রপআউট ছেলে, অলখ পাণ্ডে। তাঁর কোম্পানির এখন বার্ষিক মুনাফা ৭৮০ কোটি!
অলখের এই যাত্রা কিন্তু সহজ ছিল না। দ্বাদশ শ্রেণির পর ইঞ্জিনিয়ারিং কলেজেও ভর্তি হন তিনি। কিন্তু তৃতীয় বর্ষের পর আচমকাই কলেজ ছেড়ে দেন। তারপর নিজের শহর এলাহাবাদের একটি কোচিং সেন্টারে পদার্থবিদ্যা পড়াতে শুরু করেন।
মাত্র ৫ হাজার টাকা মাসিক বেতনে ওই কোচিং সেন্টারে পড়াতেন অলখ। শিক্ষক হিসেবে দিন কয়েকের মধ্যেই ছাত্রছাত্রীদের খুব কাছের মানুষ হয়ে উঠেছিলেন। পড়াতে পড়াতে তিনি তাঁর ছাত্রছাত্রীদের বিভিন্ন অসুবিধার কথা জানতে পারেন। সেইসব সমস্যার সমাধানের পথ খুঁজতে গিয়েই মাথায় আসে ইউটিউব চ্যানেল খোলার আইডিয়া।
যেমন ভাবা, তেমন কাজ। শিক্ষা জগতে নতুন দিগন্ত খুলে দিলেন অলখ। ২০১৪ সালে নিজের ইউটিউব চ্যানেল চালু করেন। দিনে দিনে ইউটিউবে জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। তারপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি অলখকে।
ইউটিউবের জনপ্রিয়তা জোরে বার্ষিক ৪০ কোটি টাকার চাকরিও পান অলখ। কিন্তু সেই চাকরি করেননি তিনি। তার বদলে নিজেই 'ফিজিক্সওয়ালা' নামে একটি সংস্থা তৈরি করেন। ২০২০ সালে পথচলা শুরু হয় এই সংস্থার। এখন সেই সংস্থাই দু'বছরে ৪ হাজার কোটি টাকা আয় করেছে।
ডেলিভারি কাকু জোর করে বারান্দায় নিয়ে গিয়েছিল, ‘মিথ্যা’ অভিযোগ ৮ বছরের মেয়ের! তারপর…