শেষ আপডেট: 5th November 2024 16:29
দ্য ওয়াল ব্যুরো: ফের ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে পাচারের চেষ্টা রুখে দিল বিএসএফ। উদ্ধার একাধিক সোনার বিস্কুট। তবে আশ্চর্যজনক বিষয় হল, ভারতীয় সেনার চোখ এড়িয়ে জুতোর ভিতরেই মহামূল্যবান বিস্কুট লুকিয়ে পাচারের প্ল্যান কষেছিল এক যুবক। কিন্তু শেষমেশ তার আশায় জল ঢেলে দেয় বিএসএফ।
সূত্রের খবর, বুধবার অভিনব কায়দায় জুতোর ভিতরে সোনা পাচারের চেষ্টা করে অভিযুক্ত। বিষয়টি নজরে আসতেই ভারত- বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত মুর্শিদাবাদের জলঙ্গি থেকে সোনা-সহ পাকড়াও করা হয় পাচারকারীকে।
বিএসএফ সূত্রে খবর, জলঙ্গির ১৪৬ নম্বর ব্যাটেলিয়ান অনান্য দিনের মতো বুধবার সকালেও ফরাজি পাড়ায় বিওপি এক নম্বর পয়েন্ট সীমান্ত এলাকায় টহল দিচ্ছিলেন। সেই সময় জলঙ্গির বাসিন্দা আমিনুল মোল্লার গতিবিধি দেখে সন্দেহ হয় বাহিনীর।
এরপর তল্লাশি চালাতেই চোখ কপালে ওঠে নিরাপত্তারক্ষীদের। যুবকের হাওয়াই চটি খুলে তল্লাশি চালাতেই বেরিয়ে আসে চার-চারটে সোনার বিস্কুট।
শুধু তাই নয়, যুবকের থেকে একটি মোবাইল, ভারতীয় ৭৪০ টাকা ও একটি বাইক উদ্ধার করে। জানা গিয়েছে, এদিন ওই বাইকে চেপেই ভারত-বাংলাদেশ সীমান্তে পৌঁছে গিয়েছিল অভিযুক্ত। পরে তাকে গ্রেফতার করে বিএসএফ।
জানা গিয়েছে, যুবককে ইতিমধ্যে শুল্ক দফতরের আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয়েছে। অভিযুক্তকে জেরা করে পুরো বিষয়টি জানতে চাইছেন তদন্তকারীরা।
বিএসএফের তরফে জানানো হয়েছে, সীমান্তের সমস্ত রকমের চোরাচালান বন্ধ করতে তাঁরা তৎপর। তবে সীমান্ত এলাকার বাসিন্দাদের এ ব্যাপারে সহযোগিতা প্রয়োজন।