শেষ আপডেট: 12th October 2024 12:34
দ্য ওয়াল ব্যুরো: নিরাপত্তা সুনিশ্চিত করা সহ-১০ দফা দাবিতে গত শনিবার থেকে আমরণ অনশনে বসেছেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। নিরাপত্তা সুনিশ্চিতের আশ্বাসও দিয়েছেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ।
এরই মধ্যে বাঁকুড়া মেডিক্যাল কলেজের লেডিজ হস্টেলের শৌচালয় থেকে 'অশালীন অবস্থায়' এক যুবককে আটকের ঘটনায় নতুন করে শোরগোল তৈরি হয়েছে। গোটা ঘটনায় ফের প্রশ্নের মুখে সুরক্ষা। ক্ষুব্ধ মেডিক্যালের পড়ুয়ারা বলছেন, 'নিরাপত্তার এই চূড়ান্ত গাফিলতির কারণে আজ দ্বিতীয় অভয়া কাণ্ড ঘটতে পারত লেডিজ হস্টেলে।'
ঘটনার প্রতিবাদে বাঁকুড়া মেডিক্যাল কলেজের অধ্যক্ষ পঞ্চানন কুন্ডুকে ঘিরে শুক্রবার রাতে বিক্ষোভও দেখান পড়ুয়ারা। লেডিজ হস্টেলে নিরাপত্তার ফাঁক ফোঁকরের কথা কার্যত স্বীকার করে অধ্যক্ষ বলেন, "প্রয়োজনের তুলনায় নিরাপত্তারক্ষীর সংখ্যা কম রয়েছে। সেকারণেই সমস্যা।" তবে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন তিনি।
কীভাবে মেডিক্যালের লেডিজ হস্টেলে ঢুকে পড়ল বহিরাগত? হস্টেলের গেটে নিরাপত্তার দায়িত্বে থাকা রক্ষী সুশান্তকুমার নন্দীর দাবি, ওই যুবক প্রথমে নিজেকে এক আবাসিক পড়ুয়ার অভিভাবক হিসাবে দাবি করে একাধিকবার হস্টেলে ঢোকার চেষ্টা করে। পরে কোনওভাবে চোখ এড়িয়ে সে লেডিজ হস্টেলে ঢুকে পড়ে।
পরে এক আবাসিক চিকিৎসক পড়ুয়া শৌচালয়ে ঢুকতে গিয়ে ওই যুবককে সেখানে দেখে চমকে ওঠেন। অভিযোগ, লেডিজ হস্টেলে 'অশালীন অবস্থায়' ছিল ওই যুবক। ওই পড়ুয়ার চিৎকারে অন্যরা হাজির হলে ওই যুবক শৌচালয়ের দরজা ভেতর থেকে বন্ধ করে দেয়। পরে পুলিশ এসে অভিযুক্তকে গ্রেফতার করে নিয়ে যায়। কী কারণে অভিযুক্ত লেডিজ হস্টেলে ঢুকেছিল তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। গোটা ঘটনায় ফের প্রশ্নের মুখে সুরক্ষা।