শেষ আপডেট: 9th October 2024 08:00
দ্য ওয়াল ব্যুরো: পঞ্চমীর রাতে এক যুবককে রাস্তায় ফেলে পিটিয়ে মারার অভিযোগ উঠল। ঘটনায় তৃণমূলের স্থানীয় নেতা হেমন্ত পালকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে আরামবাগের পুরাতন বাজার সংলগ্ন এলাকায়।
মৃত যুবকের নাম, দেবাশিস আশ (৩২)। ঘটনার জেরে বুধবার সকালেও সংশ্লিষ্ট এলাকায় থমথমে পরিবেশ। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, ভাগ্নে সায়ন চক্রবর্তীর খোঁজে রাতে বাড়ি থেকে বেরিয়েছিলেন দেবাশিসবাবু। পুরাতন বাজার এলাকায় হেমন্ত পাল নামে ওই তৃণমূল নেতার সঙ্গে ভাগ্নে সায়ন চক্রবর্তীর গোলমাল দেখে এগিয়ে যান তিনি। অভিযোগ, এরপরই সায়নকে ছেড়ে হেমন্ত ও তার দলবল দেবাশিসবাবুর ওপর চড়াও হয়।মাটিতে ফেলে লাঠিতে করে মারধর করা হয়।
পরে স্থানীয়রা তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা দেবাশিসকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছয় আরামবাগ থানার পুলিশ। সায়নের অভিযোগের ভিত্তিতে তৃণমূলের ৪ নম্বর ওয়ার্ডের সভাপতি হেমন্ত পালকে গ্রেফতার করা হয়। তবে কী কারণ সায়ন ও হেমন্তর মধ্যে গোলমাল হচ্ছিল, তা স্পষ্ট নয়।
পুলিশ জানিয়েছে, তদন্তে সবদিক খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই বলে দাবি তৃণমূলের স্থানীয় নেতাদের। সূত্রের খবর, হেমন্তর বিরুদ্ধে এর আগেও এই ধরনের একাধিক অভিযোগ ছিল।