বুধবার বিজেপি কর্মী দেবজিৎ মুখোপাধ্যায় মগড়া থানায় অভিযোগ দায়ের করেন। তারপরই পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে।
প্রতীকী চিত্র
শেষ আপডেট: 15 May 2025 19:57
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: ভারত পাকিস্তান সংঘাতের আবহে সামাজিক মাধ্যমে দেশ বিরোধী বক্তব্য বলা ও লেখা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছিল ভারতের তথ্য সম্প্রচার মন্ত্রক।
তারপরেও সমাজ মাধ্যমে দেশবিরোধী বক্তব্য পোস্ট করায় গ্রেফতার করা হল এক যুবককে। ওই যুবকের নাম মহম্মদ ওয়াকিল। বাঁশবেড়িয়া কলবাজারে বাড়ি ওয়াকিলের। বিরোধীদের অভিযোগ, ফেসবুকে রাফাল নিয়ে তিনি বিরূপ মন্তব্য করেন। শাসক দলের নেতা নেত্রীদের সঙ্গে তার একাধিক ছবি রয়েছে।
বুধবার বিজেপি কর্মী দেবজিৎ মুখোপাধ্যায় মগড়া থানায় অভিযোগ দায়ের করেন। তারপরই পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। বৃহস্পতিবার চুঁচুড়া আদালতে পেশ করা হয় মহম্মদ ওয়াকিলকে। এর আগে হুগলির বলাগর পান্ডুয়া থেকে সোশ্যাল মিডিয়ায় দেশবিরোধী মন্তব্য করায় দুজনকে গ্রেফতার করা হয়। এবার একই অভিযোগে মগড়া থানা গ্রেফতার করল ওই যুবককে।
অপরদিকে সোশ্যাল মিডিয়ায় দেশবিরোধী পোস্ট করায় গ্রেফতার করা হল বর্ধমানের কাটোয়ার এক যুবককেও। গাজিপুর গ্রামের বাসিন্দা রবিউল খান হায়দরাবাদে একটি হোটেলে কাজ করেন। আগে কেরলে রাজমিস্ত্রির কাজ করতেন। পাঁচদিন আগে ফেসবুকে বাংলাদেশের কনটেন্ট ক্রিয়েটরদের একটি ভিডিও শেয়ার করেন রবিউল। এই পোস্ট দেখার পরেই স্থানীয় মানুষজন ক্ষোভে ফেটে পড়েন। পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়। কিন্তু রবিউলের হদিশ পাচ্ছিল না পুলিশ। অবশেষে মঙ্গলবার রাতে কাটোয়া স্টেশন থেকে তাকে গ্রেফতার করা হয়।