শেষ আপডেট: 28th August 2024 19:53
দ্য ওয়াল ব্যুরো: ছাত্র সমাজের নবান্ন অভিযানে পুলিশি অত্যাচারের প্রতিবাদে মঙ্গলবার থেকেই সরব বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ইতিমধ্যে রাজ্য পুলিশের ডিজির বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। এবার সাংবাদিক বৈঠক থেকে এ ব্যাপারে বাংলার পুলিশকে কড়া হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
ছাত্র সমাজের আন্দোলন থেকে নিরীহদের গ্রেফতারের প্রতিবাদ জানাতে গিয়ে এদিন রীতিমতো গর্জে উঠেছেন বিরোধী দলনেতা। বাংলার পুলিশকে হুঁশিয়ারি দিয়ে শুভেন্দু বলেন, "আপনাদের অবস্থা বাংলাদেশের পুলিশের চেয়েও খারাপ হবে। তৈরি থাকুন। সেই দিন এগিয়ে আসছে।"
বাংলাদেশ পুলিশের এক কর্তার নাম উল্লেখ করে কলকাতার পুলিশ কমিশনারের উদ্দেশে শুভেন্দু বলেন, "শুনে রাখুন মমতা পুলিশ, আপনার অবস্থা বাংলাদেশের চেয়েও খারাপ হবে। অপেক্ষা করুন, দেখতে পাবেন।"
প্রতিহিংসার অভিযোগ এনেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও। নন্দীগ্রামের বিধায়ক বলেন, "উনি মুখে বলেন, বদলা নয়, বদল চাই। আর কাজে কী করেন? আপনার পারিবারিক পার্টি কোন ধারা দিতে আমাকে বাকি রেখেছে? আমার বাড়িতে দুবার সিআইডি পাঠিয়েছিলেন। শিশিরবাবুর বয়স ৮৬, মায়ের বয়স ৭৬। এটা প্রতিহিংসা নয়?" শুভেন্দুর দাবি, "ভয় পেয়েছেন মমতা। থরথর করে কাঁপছে। তাই পুলিশ দিয়ে নিরীহদের গ্রেফতার করাচ্ছে।"
আরজি কর ইস্যুতে যাদের বিরুদ্ধে পুলিশ মিথ্যে কেস দিয়েছে, তাদের হযে বিজেপি আইনি সহায়তা দেবে বলেও শুভেন্দু জানান। এর প্রতিবাদে আগামী দিনে একই দিনে নবান্নের পাশাপাশি লালবাজার এবং কালীঘাটেও অভিযান হবে বলে জানিয়ে শুভেন্দু বলেন, "দফা এক, দাবি এক, মমতার পদত্যাগ। এই দাবিতে এবার একই দিনে নবান্ন, লালবাজারের পাশাপাশি কালীঘাটেও অভিযান হবে।"
এদিন ছাত্র সমাবেশের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, বিধানসভায় বিশেষ অধিবেশন ডেকে ধর্ষণের বিরুদ্ধে ফাঁসির বিল পাশ করানো হবে। এ ব্যাপারে শুভেন্দু বলেন, "আরজি কর ইস্যু থেকে নজর ঘোরাতেই একথা বলা হচ্ছে।"
ছাত্র সমাজের আন্দোলনের অন্যতম মুখ সায়ন লাহিড়ীর মাও উপস্থিত ছিলেন এদিনের সাংবাদিক বৈঠকে। তিনি বলেন, "আমার ছেলে কোনওদিন একটা পিঁপড়েও মারেনি। আরজি করে ছাত্রী খুনের নৃশংস ঘটনা দেখে প্রতিবাদ জানাতে পথে নেমেছিল। তাঁকে মিথ্যে কেসে পুলিশ গ্রেফতার করল।"