শেষ আপডেট: 4th February 2023 04:13
দ্য ওয়াল ব্যুরো: সল্টলেকের বহুতল থেকে মরণঝাঁপ দেন এক তরুণী (Salt Lake Suicide)। আইটি সেক্টরে কর্মরত এই তরুণীর মৃত্যু নিয়ে রহস্য দানা বাঁধছে।
পুলিশ সূত্রে খরব, ঘটনাটি শুক্রবার রাত আটটা নাগাদ ঘটেছে। সেক্টর ফাইভের একটি বহুতলের ১২ তলা থেকে ঝাঁপ দেন ওই তরুণী। নীচে পড়ার সঙ্গে সঙ্গেই বিকট শব্দে ছুটে আসেন প্রতিবেশীরা। দেখেন রক্তাক্ত কাণ্ড। তড়িঘড়ি তরুণীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কেন আত্মহত্যার পথ বেছে নিল, তা নিয়ে ধন্দে রয়েছেন তদন্তকারী অফিসাররা। মৃত্যুর কিনারা করতে ঘটনাস্থল তরুণীর অফিস ও তার সংলগ্ন এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলে খবর।
তরুণীর সহকর্মী থেকে পরিবারের সকলকেই জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গেছে, কয়েকদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন বছর ২৩-এর এই তরুণী। অফিসে কিছু সমস্যা দেখা দিয়েছিল। যা নিয়ে কিছুটা মনমরা ছিল বলে পরিবারের দাবি। কিন্তু তিনি যে এমন চরম পথ বেছে নেবেন তা কেউই কল্পনা করতে পারেননি।
পুলিশ তদন্তে আরও জানতে পেরেছে, শুক্রবার বিকেলেই সহকর্মীদের সঙ্গে সিনেমা দেখতে গিয়েছিলেন ওই তরুণী। তখনও তাঁকে দেখে মনে হয়নি, যে আর কয়েক ঘণ্টা পরেই নিজের জীবন শেষ করে দেওয়ার কথা ভাবছেন, জানাচ্ছেন তরুণীর সহকর্মীরা।
ভালবাসার মরশুমে শীতের ঝোড়ো ব্যাটিং! রাজ্যবাসীর জন্য সুখবর শোনাল হাওয়া অফিস