শেষ আপডেট: 10th November 2022 12:05
দ্য ওয়াল ব্যুরো: বয়স মাত্র ১৯ বছর। এর মধ্যেই বিয়ের (marriage) সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন কলেজ ছাত্রী। কিন্তু তার পছন্দ করা পাত্রকে কিছুতেই মেনে নিচ্ছিল না পরিবারের কেউ। বরং, তাঁকে আপাতত মন দিয়ে পড়াশোনা করতে বলেছিলেন বাড়ির বড়রা। কিন্তু তার ফল হল মারাত্মক! চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী (suicide) হলেন ওই ছাত্রী।
ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর (Tamilnadu) চিদাম্বরম শহরের ভল্লাম্পদুগাই স্টেশনে। মৃত কলেজ ছাত্রীর নাম কৃত্তিকা। তিনি স্থানীয় একটি কলেজের বাণিজ্য বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন। পুলিশ জানিয়েছে, নিজের খুড়তুতো ভাইয়ের (Cousin brother) সঙ্গে সম্পর্ক তৈরি হয়েছিল ওই ছাত্রীর। ভাইকেই বিয়ে করতে চান বলে মাস ছয়েক আগে বাড়ির লোককে জানান কৃত্তিকা। একথা শুনে হতভম্ব হয়ে যান কৃত্তিকার পরিবারের সদ্যস্যরা। তাঁরা কিছুতেই বিষয়টি মেনে নেননি। কিন্তু কৃত্তিকাও সাফ জানিয়ে দেন, ভাইকেই বিয়ে করবেন তিনি।
শেষমেশ কৃত্তিকার বাড়ির লোকজন জানান, তাঁরা এই বিয়েতে রাজি হতে পারেন, যদি কৃত্তিকা আগে পড়াশোনা শেষ করে। এসব ভাবনা মাথা থেকে সরিয়ে আপাতত পড়াশোনাতেই মন দেওয়ার জন্য ওই ছাত্রীকে উপদেশ দেন তাঁরা। তাতেই বিষন্ন হয়ে পড়ে কৃত্তিকা।
গত ৯ নভেম্বর কোচিং থেকে বাড়ি ফেরার সময় ভাইয়ের সঙ্গে ভল্লাম্পদুগাই স্টেশনে বেশ কিছুক্ষণ কথা বলেন কৃত্তিকা। কথা শেষ হলে তাঁর ভাই সেখান থেকে বেরিয়ে যান। তারপর স্টেশনে ট্রেন ঢুকতেই তার সামনে ঝাঁপ দেন কৃত্তিকা। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। খবর পেয়ে ছুটে আসে রেল পুলিশ। কৃত্তিকার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
পুরো ঘটনায় শোকস্তব্ধ কৃত্তিকার পরিবার। তাঁরা জানিয়েছেন, বাড়ির লোক বিয়ে দিতে রাজি না হওয়ায় গত কয়েকদিন ধরেই অবসাদে ভুগছিলেন কৃত্তিকা। কিন্তু সেই থেকে যে তিনি এমন সিদ্ধান্ত নেবেন, তা ভাবতে পারেনি কেউই।
রোগিনীকে বেদম মার মদ্যপ চিকিৎসকের! ছত্তীসগড়ের হাসপাতালের ভিডিও ভাইরাল