শেষ আপডেট: 6th February 2019 04:39
দ্য ওয়াল ব্যুরো: প্রথম প্রেম ভোলা যায় না। ভোলা যায় না প্রথম প্রেম ভাঙাও। অনেক সময়ে সে ভাঙনে পারস্পরিক বোঝাপড়া থাকলেও, তিক্ততাও কম থাকে না বহু ক্ষেত্রে। থাকে রাগ, দুঃখ। রাগের মাথায় 'অমুকের নামে কুকুর পোষা'র কথা অনেকেই শুনেছেন। কিন্তু রাগ মেটাতে প্রাক্তন প্রেমিক বা প্রেমিকার নামে আরশোলা পোষার কথা কখনও শুনেছেন কি? তেমন সুযোগই মিলতে চলেছে ইংল্যান্ডের সেভেনওকসের দ্যা হেমস্লে কনসারভেশন সেন্টারে। সেন্টার কর্তৃপক্ষ অবশ্য বলছেন, প্রাক্তন প্রেমিক বা প্রেমিকার নামে আরশোলার নাম রেখে তাঁরা প্রেমগুলি অমর করার কথা ভেবেছেন, কিন্তু প্রাক্তন প্রেম আর কে অমর করতে চায়! তাই প্রাক্তনের নামে আরশোলার নাম রাখার আনন্দে বহু মানুষ নাম লিখিয়েছেন এই সুযোগে অংশগ্রহণ করার। ইংল্যান্ডের ওই চিড়িয়াখানা ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে এই বিশেষ অফার এনেছে। চিড়িয়াখানায় রয়েছে বেশ কিছু প্রজাতির আরশোলা ৷ আর সেই সব আরশোলার নামকরণ করতে পারেন আপনিই ৷ এর জন্য আপনাকে অবশ্য খরচা করতে হবে দেড় পাউন্ড ৷ ভারতীয় মুদ্রায় যা ১৪০ টাকা ৷ তবে এ ব্যাপারে চিড়িয়াখানা তরফ থেকে রয়েছে একটাই শর্ত ৷ আরশোলার নাম হতে হবে আপনার প্রাক্তন প্রেমিক বা প্রেমিকার নামেই ৷ জানা গিয়েছে, একটি চ্যারিটির জন্যই এই আরশোলার নামকরণের সুযোগ মিলছে ৷ এই নামকরণ থেকে ওঠা টাকা ক্যানাসর পিড়ীতদের হাতে তুলে দেবেন চিড়িয়াখানা কর্তৃপক্ষ ৷