শেষ আপডেট: 14th July 2023 09:08
দ্য ওয়াল ব্যুরো: ওয়েস্ট ইন্ডিজের মাটিতে অভিষেক মঞ্চ মাতিয়ে দিলেন যশস্বী জয়সোয়াল (Yashasvi Jaiswal)। দলের অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে জুটি বেঁধে সেঞ্চুরি করে তিনি স্পর্শ করলেন সৌরভ গঙ্গোপাধ্যায় ও মহম্মদ আজহার উদ্দিনদের।
এর আগেও ভারতের বহু তারকা অভিষেক টেস্টে সেঞ্চুরি করে নিজের আবির্ভাব বুঝিয়েছিলেন। এবার সেই তালিকায় নাম যোগ করলেন মুম্বইয়ের ২১ বছরের উঠতি তারকা।
এর আগে ২০০২ সালে বীরেন্দ্র সেওয়াগ ও সঞ্জয় বাঙ্গার মিলে ওপেনিং জুটিতে ২০২ রান করেন ওয়েস্ট ইন্ডিজ মাটিতে। ওটাই এতদিন সর্বোচ্চ ছিল।
খেলার আগে রোহিতই টেস্টের টুপি তুলে দিয়েছিলেন সঙ্গীর হাতে। তিনিও অভিষেক মঞ্চ মাতিয়ে মনে করলেন লালা অমরনাথ ও গুন্ডাপা বিশ্বনাথদের। তারাও অভিষেক টেস্টে সেঞ্চুরি করে নজর কেড়েছিলেন।
ভারত দিনের শেষে বিপক্ষের দলের থেকে অনেকটাই এগিয়ে রয়েছে।
ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে ১৫০ রানে শেষ হয়ে যাওয়ার পরে ভারতীয় দল করেছে ৩১২/২। রোহিত ১০৩ রানে আউট হয়ে যাওয়ার পরে যশস্বী ১৪৩ রানে অপরাজিত রয়েছেন। তিনি ডাবল সেঞ্চুরি করলে বিনোদ কাম্বলিকে স্পর্শ করবেন।
বিশ্বকাপে ইডেনের ম্যাচের টিকিটের দাম ঠিক করল সিএবি, জেনে নিন বিস্তারিত