শেষ আপডেট: 6th June 2023 04:31
দ্য ওয়াল ব্যুরো: ওভালের মাঠে বুধবার থেকে শুরু হবে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। তার আগে দুই শিবিরই নিজেদের কৌশল নিয়ে চিন্তাভাবনা শুরু করে দিয়েছে।
খেতাবি লড়াইয়ের আগে অস্ট্রেলিয়া শিবিরে চিন্তার মেঘ। তাদের নামী পেসার জস হ্যাজেলউড চোটের কারণে ছিটকে গিয়েছেন। তাঁর পরিবর্তে ক্রিকেট অস্ট্রেলিয়া মাইকেল নেসারের নাম ঘোষণা করেছে।
এর মধ্যে সোমবার ভারতীয় সময়ে রাত নয়টা থেকে ওভালের পিচের ছবি ভাইরাল হতে শুরু করেছে। ওভালের পিচে দেখা যাচ্ছে সবুজ আভা, যা ভারতীয় শিবিরের পক্ষে যথেষ্টই চিন্তার কারণ।
অনেকেই পিচ দেখে লিখেছেন, এ তো সবুজ বাগান। ওভাল পিচ ছাড়াও সারা মাঠে বড় বড় ঘাস দেখা গিয়েছে। পিচের যদি এই অবস্থা থাকে, তা হলে দুই দলের ব্যাটারদের পক্ষেই খুব একটা ভাল সংকেত নয়।
ভারত অধিনায়ক রোহিত শর্মা বলেছেন, এই পিচ দেখে আপনি সহজভাবে থাকতে পারবেন না। কারণ পেসাররা নিজেদের সেরাটা দিলে ব্যাটারদের পক্ষে কাজটি কঠিন হয়ে যেতে পারে।
খেলা অবশ্য নিরপেক্ষ স্থানে। তাই এই পিচ নিয়ে বেশি সমালোচনা করে লাভ নেই। কারণ সেক্ষেত্রে আইসিসি-র কোপে পড়তে পারে দল। তাই আয়োজক সংস্থা বাকি ৪৮ ঘণ্টায় কী চাইছে, সেটাই বড় বিষয়।