শেষ আপডেট: 9th June 2023 05:46
জেগেছেন জাড্ডু! আউট স্মিথ, ওয়ার্নার, ওভালে মিরাকলের আশায় বুঁদ ভারত
দ্য ওয়াল ব্যুরো: অঘটন আজও ঘটে। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ৪৬৯ রানের জবাবে ভারতীয় দল করেছে ২৯৬ রান। সেইসময় ভারত পিছিয়ে ছিল ১৭৩ রানে। তারপর দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া ব্যাটিং করে তুলেছে ১২৩/৪।
তৃতীয় দিনের খেলা শেষ। ভারতীয় দলের সামন লক্ষ্যমাত্রা এখনই ২৯৬ রানের। অজিরা যদি শনিবার ৪০০ রান করেও দান ছেড়ে দেন, তা হলেও কি রোহিত শর্মার দল এই রান তুলে জিততে সক্ষম?
প্রশ্নটা তোলা থাকছে। কিন্তু এও ঠিক, ক্রিকেটে সবটাই সম্ভব। এই কারণেই আইপিএলের মতো চটুল ক্রিকেট ও নানন্দিক টেস্টের পার্থক্য। ভারতীয় ব্যাটাররা যদি ফিরতি ইনিংসেও সমানভাবে ব্যর্থ হন, তা হলে তাঁদের এই ম্যাচ জয়ের কোনও অধিকার নেই। তাঁদের টেস্ট বিশ্বকাপে রানার্স হয়েই এবারও সন্তুষ্ট থাকতে হবে।
ভারতীয় বোলাররা অবশ্য চেষ্টা করছেন ম্যাচের রাশ নিজেদের হাতে নিতে। মহম্মদ সিরাজ এবারও দ্রুত ফিরিয়েছেন অজিদের ওপেনার ডেভিড ওয়ার্নারকে, তিনি এক রান করেছেন। পাশাপাশি অন্য ওপেনার উসমান খোয়াজাকে ফেরান উমেশ যাদব।
ওভালে দিনের খেলার শেষদিকে রবীন্দ্র জাদেজা জ্বলে উঠতেই প্যাভিলিয়নের পথ দেখেছেন বিধ্বংসী স্টিভ স্মিথ, তিনি করেন ৩৪ রান। এমনকী গত ইনিংসে ১৬৩ রান করা ট্রেভিস হেডকেও ১৮ রানে ফেরান জাড্ডু। তিনি মেজাজে বোলিং করছেন। অশ্বিনকে এই পিচে কাজে লাগত। অন্য পেসার শামির ঝুলি শূন্য। অজিদের নামী তারকা লাবুশানে (৪১) ও ক্যামেরন গ্রিন (৭) উইকেটে রয়েছেন।