শেষ আপডেট: 5th August 2022 13:37
দ্য ওয়াল ব্যুরো: অভাবনীয় ঘটনা। শুক্রবার থেকে কমনওয়েলথ (CWG 2022) গেমসে কুস্তির (Games Wrestling) অভিযান শুরু হল। প্রথমদিনই সমস্যা তৈরি হয়েছে নিরাপত্তাজনিত কারণে।
সময় মেনেই কুস্তির ইভেন্ট শুরু হয়। কিন্তু আচমকা আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, গ্যালারি ফাঁকা করতে হবে। সেই মতো দর্শকদের তল্লাশি নেওয়া হয়েছে মাঠে প্রবেশের সময়।
আন্তর্জাতিক কুস্তি সংস্থার তরফে সোশ্যাল মিডিয়ায় ইভেন্টের মাঝে এমন বিঘ্নের কথা জানানো হয়। সংস্থার তরফে প্রাথমিকভাবে টুইট করা হয়, ‘‘নিরাপত্তার জন্য আমরা সাময়িক বিরতি নিচ্ছি, পরিস্থিতি অনুকূলে এলে আবার খেলা শুরু করা হবে।’’
আজব কাণ্ড! ভারতের প্রাক্তন পেসারের ছেলে খেলছেন ইংল্যান্ড যুব দলে
যদিও আয়োজকরা আবারও একটি টুইট করে জানায়, স্থানীয় সময় ১২টা ১৫ মিনিটে পুনরায় শুরু হবে কুস্তির ইভেন্ট। দর্শকদের কাছে সেই নিয়ে ক্ষমাও চেয়ে নেওয়া হয়। কিন্তু পরে আবার একটি সময় দিলেও সেইসময় কুস্তির ম্যাচ শুরু করা যায়নি।
কুস্তির ইভেন্ট সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়ার সময়ে ভারতের দুই তারকা বজরং পুনিয়া ও দীপক পুনিয়া নিজেদের প্রথম রাউন্ডের ম্যাচ জিতেছেন। ছেলেদের ফ্রি-স্টাইল কুস্তির ৬৫ কেজি বিভাগের প্রথম রাউন্ডে বজরং হারিয়ে দেন নাউরুর লউয়ি বিংহ্যামকে। ৪-০ ব্যবধানে প্রথম বাউট জিতে বজরং প্রবেশ করেন কোয়ার্টার ফাইনালে।