শেষ আপডেট: 10th June 2023 11:37
মোদী সরকারকে হুঁশিয়ারি কুস্তিগিরদের, ‘আমাদের দাবি মানলেই এশিয়ান গেমস খেলব’
দ্য ওয়াল ব্যুরো: কুস্তিগিরদের আন্দোলনে সরগরম গোটা দেশ। কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণের বিরুদ্ধে জোরকদমে চলছে তদন্ত। এবার এশিয়ান গেমস বয়কটের কথা শোনা গেল সাক্ষী মালিক, ভিনেশ ফোগাটরা। কুস্তিগিরদের কথায়, যদি তাঁদের দাবি মানা না হয়, তবে চলতি বছরে অনুষ্ঠিত এশিয়ান গেমসে অংশ নেবেন না তাঁরা!
চলতি বছরের জানুয়ারি থেকেই ব্রিজভূষণের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগে প্রথমে নেমে আসেন দেশের প্রথম সারির কুস্তিগিররা। দিল্লির যন্তরমন্তরে ধর্নায় বসেন তাঁরা। তাঁদের দাবি, অবিলম্বে ব্রিজভূষণের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। গ্রেফতার করতে হবে তাঁকে।
কুস্তিগিরদের এই অভিযোগ নিয়ে কেন্দ্র সরকারের দায়সারা মনোভাব সামনে এসেছে। যা নিয়ে বিরোধীদের নিশানায় মোদী সরকার। যদিও তাতেও কমেনি কুস্তিগিরদের আন্দোলনের ঝাঁঝ। এমনকী নিজেদের অর্জিত মেডেল হরিদ্বারের গঙ্গায় ভাসিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন সাক্ষীরা। যদিও পরে শেষ পর্যন্ত তা করেননি।
তারপরই স্বরাষ্ট্রমন্ত্রী থেকে ক্রীড়ামন্ত্রী দফায় দফায় বৈঠক করেন কুস্তিগিরদের সঙ্গে। ক্রীড়ামন্ত্রীর আশ্বাসের পরই, ধর্না তুলে নেন সাক্ষীরা। তবে জানিয়ে দেন কোনওভাবেই আন্দোলন থেকে সরছেন না তাঁরা। এদিন সাক্ষী বলেন, 'যদি এই ইস্যু সমাধান হয়, তবেই আমরা এশিয়ান গেমসে অংশ নেব।' তিনি আরও বলেন, '১৫ জুনের পরই আমরা সিদ্ধান্ত নেব আমাদের আন্দোলন কোন খাতে বইবে।'
উল্লেখ্য, ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর কুস্তিগিরদের সঙ্গে বৈঠকের পরেই জানান, 'আগামী ১৫ জুনের মধ্যে পুলিশকে তদন্তের চার্জশিট জমা দিতে হবে। ৩০ জুন হবে কুস্তি ফেডারেশনের নির্বাচন।'