শেষ আপডেট: 1st July 2020 18:30
দ্য ওয়াল ব্যুরো: ফের চিনা কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানাল ওয়াশিংটন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রেস সচিব কাইলিয়েঘ ম্যাকএনানি সাংবাদিক সম্মেলনে ট্রাম্পকে উদ্ধৃত করে বলেন, সীমান্তে ভারতের বিরুদ্ধে চিনের পিপলস লিবারেশন আর্মি যে আগ্রাসী মনোভাব দেখাচ্ছে তা আসলে চিনা কমিউনিস্ট পার্টির আসল রূপ। তিনি জানিয়েছেন, লাদাখ সীমান্তে গত সাত সপ্তাহ ধরে যা চলছে তার উপর কড়া নজর রাখছে হোয়াইট হাউস। মার্কিন প্রেসিডেন্ট শান্তিপূর্ণ সমাধান চান বলেও সাংবাদিক বৈঠকে জানিয়েছেন তিনি। গত ১৫ জুন রক্তক্ষয়ী সংঘাত হয় চিন-ভারত সীমান্তে। তাতে ভারতের ২০ জন সেনা শহিদ হয়েছেন। চিনের পক্ষেও ক্ষয়ক্ষতি হয়েছে। কিন্তু বেজিং নির্দিষ্ট কোনও পরিসংখ্যান দেয়নি। গোটা পরিস্থিতিকে উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন ট্রাম্পের প্রেস সচিব। সাংবাদিক বৈঠকে ম্যাকএনানি বলেছেন, “ওখানে যা ঘটে চলেছে সে ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট যা করার করছেন। চিনা সেনারা ওখানে যে আগ্রাসী মনোভাব দেখাচ্ছে তা হচ্ছে বিশ্বব্যাপী তাদের আগ্রাসনের একটি অংশ মাত্র। এটাই চিনা কমিউনিস্ট পার্টির আসল রূপ।” গালওয়ান উপত্যকায় সংঘাত পর্বের শুরুর দিকে এ ব্যাপারে মধ্যস্থতা করতে আগ্রহ দেখিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু দ্বিপাক্ষিক ব্যাপারে দিল্লি তাতে রাজি হয়নি। তারপর গতমাসে এ নিয়ে টেলিফোনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দীর্ঘক্ষণ কথাও বলেন ট্রাম্প। হোয়াইট হাউসের তরফে বলা হয়েছে, করোনাভাইরাসের কারণে সারা পৃথিবীতে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে ভারত এবং চিনেরই পুরনো সম্পর্ক ফিরিয়ে আনা প্রয়োজন। সেইসঙ্গে মার্কিন প্রশাসনের আরও বক্তব্য, সীমান্তে চিনা সেনাবাহিনী যে ধরনের কার্যকলাপ করছে তারও আমূল বদল দরকার। এমনিতেই কোভিড নিয়ে আন্তর্জাতিক ক্ষেত্রে কোণঠাসা শি জিনপিং প্রশাসন। তার উপর সীমান্ত উত্তেজনা তাতে আরও অক্সিজেন জুগিয়েছে। ইতিমধ্যেই ভারত অর্থনৈতিক প্রত্যাঘাতের রাস্তায় হাঁটতে শুরু করেছে। ৫৯টি চিনা অ্যাপকে নিষিদ্ধ ঘোষণা করেছে নরেন্দ্র মোদী সরকার। বিএসএনএলের ফোর জি পরিকাঠামো উন্নয়নে চিনা সংস্থাকে দেওয়া বরাত বাতিল করে দিয়েছে নয়াদিল্লি। সড়ক নির্মাণে যে যে চিনা সংস্থার সঙ্গে চুক্তি হয়েছিল তাও বাতিল করা হচ্ছে বলে গতকাল জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গড়কড়ি। গত সপ্তাহেই মার্কিন বিদেশ সচিব মাইক পম্পিও চিনা কমিউনিস্ট পার্টিকে দুর্বৃত্ত বলে আক্রমণ শানিয়েছিলেন। আরও একবার চিনা কমিউনিস্ট পার্টির সমালোচনায় অবতীর্ণ হল হোয়াইট হাউস।