শেষ আপডেট: 14 November 2022 09:54
দ্য ওয়াল ব্যুরো: দেশে সাধারণ নির্বাচন এখনও এক বছরের বেশি বাকি। এরই মধ্যে সরকারের পদত্যাগ দাবির পাশাপাশি দেশের আর্থিক অবস্থা (Bangladesh Economical Crisis) নিয়ে দেশবাসীর মনে নানা শঙ্কা জাগিয়ে তুলছে বিরোধী দলগুলি। এই পরিস্থিতিতে সোমবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে (Sheikh Hasina) স্বস্তি দিল বিশ্বব্যাংক (World Bank) ।
বিশ্বব্যাংকের দক্ষিণ এশীয় অঞ্চলের ভাইস-প্রেসিডেন্ট মার্টিন রাইজার আজ বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর বলেছেন, বাংলাদেশ অসাধারণ উন্নয়নের মাধ্যমে গোটা বিশ্বকে চমকে দিয়েছে। তিনি বাংলাদেশের প্রগতীকে ‘উন্নয়নের একটি সফল অধ্যায়’ বলে বর্ণনা করেন।
তিনি বলেন, ‘বাংলাদেশ উন্নয়নের একটি সফল ক্ষেত্র এবং একটি অত্যন্ত চিত্তাকর্ষক অর্জন। বাংলাদেশ তার উন্নয়নের মাধ্যমে চমক সৃষ্টিকারী দেশগুলির মধ্যে একটি হয়ে উঠছে।’
বাংলাদেশের উন্নয়ন নিয়ে বিশ্বব্যাংকের এমন মূল্যায়ন একেবারে নতুন তা বলা যাবে না। তবে দেশটির চলতি রাজনৈতিক পরিস্থিতির মধ্যে আন্তর্জাতিক অর্থ সহায়তাকারী ব্যাঙ্কের শংসাপত্র ক্ষমতাসীন আওয়ামী লিগ সরকারের জন্য অত্যন্ত স্বস্তির কারণ বলে রাজনৈতির মহল মনে করছে।
দীর্ঘদিন শীত ঘুমে থাকা প্রধান বিরোধী দল বিএনপি গতমাস থেকে ময়দানে নেমে আন্দোলন শুরু করেছে। তাদের সভাগুলি থেকে মূলত দেশের আর্থিক দুর্দশার কথা বলা হচ্ছে। গত সপ্তাহ থেকে আওয়ামী লিগও পাল্টা আন্দোলনে নেমেছে। এমনই একটি সভা থেকে প্রধানমন্ত্রী হাসিনা হুঁশিয়ারি দেন, বিএনপি আন্দোলনের নামে অরাজকতা এবং মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াতে থাকলে খালেদা জিয়াকে আবার জেলে পাঠিয়ে দেওয়া হবে।
প্রসঙ্গত, বিএনপি তাদের নেত্রী তথা প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তির দাবি তুলেছে। দুর্নীতির মামলায় তাঁর দশ বছরের জেল হয়েছে। তিনি ঢাকার কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। আদালত তাঁকে জামিন মঞ্জুর করেনি। তাঁর শারীরিক অবস্থার কথা বিবেচনা করে পরিবারের আর্জি মেনে শেখ হাসিনা প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে তাঁকে বাড়িতে থাকার ব্যবস্থা করেছেন।
গুগল ডুডলের শিশুদিবসের প্রতিযোগিতায় ভারত-সেরা কলকাতার ‘শ্লোক’, কী এঁকেছে সে
বিএনপির আন্দোলন নিয়ে হাসিনার অভিযোগ, ভোট এগিয়ে আসতেই বিরোধী দল মিথ্যা প্রচার শুরু করেছে। দেশের বিদেশি মুদ্রার ভাণ্ডার নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে বলে আওয়ামী লিগের অভিযোগ। বিএনপি-সহ বিরোধী দলগুলির অভিযোগ খণ্ডন করে বাংলাদেশের প্রধানমন্ত্রী আজ বলেছেন, রিজার্ভের টাকা নিয়ে সরকার অলস বসে থাকবেন না বরং তা জনগণের কল্যাণে ব্যবহার করবে। আমাদের জনগণের ভোগান্তি কমাতে হবে।’
বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, শেখ হাসিনা বিশ্বব্যাংক কর্তার কাছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। কারণ যুদ্ধের ফলে সঙ্কটে সমগ্র বিশ্ব ক্ষতিগ্রস্ত হচ্ছে।
উন্নয়নকে আরও ত্বরান্বিত করতে যোগাযোগ ব্যবস্থা আরও জোরদার করার ওপর গুরুত্ব আরোপ করেন সে দেশের প্রধানমন্ত্রী। বিশ্ব ব্যাংকের কর্তা কথা দিয়েছেন, তারা বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায় সমর্থন অব্যাহত রাখবে।