শেষ আপডেট: 7 June 2022 22:51
দ্য ওয়াল ব্যুরো: ভারতের আর্থিক বৃদ্ধি নিয়ে হতাশাব্যঞ্জক পূর্বাভাস শোনাল বিশ্বব্যাঙ্ক (World Bank)। মঙ্গলবার রাতে তারা ঘোষণা করেছে চলতি অর্থাৎ ২০২২-২৩ আর্থিক বছরে ভারতে সার্বিক আর্থিক বা গড় অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধির হার কমে হবে ৭.৫ শতাংশ। চলতি আর্থিক বছরের শুরুতে তারা বৃদ্ধির হার ৮ শতাংশ হবে বলে জানিয়েছিল। তখনও তারা আগের তুলনায় বৃদ্ধির হার .৫ শতাংশ কমিয়ে দেখিয়েছিল।
আরও পড়ুন: কলকাতা মেডিক্যালের এমার্জেন্সি থেকে গ্রেফতার ভুয়ো ডাক্তার! অ্যাপ্রন পরে লোক ঠকাত সে
নরেন্দ্র মোদী সরকার দেশব্যাপী সরকারের আট বছরের সাফল্য উদযাপন করছে। আট বছরে সাফল্যের খতিয়ান তুলে ধরতে গিয়ে নতুন ভারতের স্বপ্ন বিলোচ্ছেন মন্ত্রীরা। ঠিক এই সময়ই বিশ্বব্যাঙ্ক (World Bank) খানিক হতাশার খবর দিল।
শুধু তাই নয়, গড় অভ্যন্তরীণ উৎপাদন কমে যাওয়ার কারণ হিসাবে নানা বিষয়ের সঙ্গে মুদ্রাস্ফীতির কথাও উল্লেখ করেছে।
বিশ্বব্যাঙ্ক (World Bank) বলেছে, ভারতে, ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি, সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন এবং ভূ-রাজনৈতিক উত্তেজনা মহামারী পরিস্থিতি থেকে আর্থিক অবস্থার পুনরুদ্ধারে বাধা হয়েছে।' গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টসের সর্বশেষ সংখ্যায় বিশ্বব্যাঙ্কের এই অভিমত তুলে ধরা হয়েছে।