শেষ আপডেট: 27th October 2024 14:35
দ্য ওয়াল ব্যুরো: হাত-পা বিচ্ছিন্ন অবস্থায় গলাকাটা মহিলার বস্তাবন্দি দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। ঘটনাটি পূর্ব মেদিনীপুরের রামনগর থানা এলাকার বসন্তপুর গ্রামের।
এখনও মহিলার পরিচয় জানা যায়নি। ২৬ বছর বয়সী এক মহিলকে খুন করে বস্তাবন্দি অবস্থায় দুষ্কৃতীরা ফেলে দিয়ে যায় রামনগরের বসন্তপুর গ্রামের একটি শ্মশানের পাশে। গ্রামবাসীরা বস্তাবন্দি দেহ অনুমান করে পুলিশকে খবর দেয়। তড়িঘড়ি পুলিশ এসে বস্তা থেকে দেহ বের করেন তদন্তকারীরা।
পুলিশের প্রাথমিক অনুমান, বাইরে কোথাও খুন করে এমন নির্জন জায়গায় ফেলে দিয়ে গেছে দুষ্কৃতীরা। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয় এলাকায়। ইতিমধ্যেই মহিলার দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
গ্রামবাসীদের আশ্বস্ত করে পুলিশ জানিয়েছে তদন্ত করে দোষীদের খুঁজে বার করা হবে। তদন্ত শুরু হয়েছে। রামনগর থানা এলাকার বসন্তপুরের এই গ্রামটি ওড়িশা বর্ডার লাগোয়া।
প্রসঙ্গত, দু'সপ্তাহ আগেই পুজোয় মামা বাড়িতে বেড়াতে এসে মর্মান্তিক পরিণতি হয় এক নাবালিকার। মুর্শিদাবাদ জেলার ফরাক্কা থানা এলাকায় ১২ বছর বয়সী ওই নাবালিকার বস্তাবন্দি দেহ উদ্ধার হয়েছিল।