শেষ আপডেট: 5th March 2025 15:08
দ্য ওয়াল ব্যুরো: ফলতায় একটি খড়ের গাদা থেকে উদ্ধার হল মহিলার অগ্নিদগ্ধ দেহ। বুধবার সকালে দেহটি দেখতে পায় স্থানীয়রা। রীতিমতো শোরগোল পড়ে যায়। আপাতত পুলিশ এসে দেহটি উদ্ধার করেছে। পাঠানো হয়ছে ময়নাতদন্তের জন্য। মৃতার পরিচয় জানা চেষ্টা চলছে। খবর গেছে আশপাশের গ্রাম ও থানায়।
দক্ষিণ ২৪ পরগনার ফলতা থানার গোপালপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় ঘটনাটি হয়। সকাল সকাল খড়ের গাদায় আগুন দেখতে পান স্থানীয়রা। তাঁরা নেভানোর কাজ করেন। আগুন নিয়ন্ত্রণে আসার পর মহিলার দেহটি চোখে পড়ে।
স্থানীয়রা জানিয়েছেন, এক মহিলার দেহ পাওয়া গেছে। স্থানীয়রা কেউ চিনতে পারেননি। ফাঁকা জায়গায় ওই খড়ের গাদায় দেহ কোথা থেকে এল তা বুঝে উঠতে পারছেন না কেউই। কাউকে দেহ ফেলে যেতেও দেখা যায়নি।
পুলিশ দেহ উদ্ধার করে ডায়মন্ড হারবার পুলিশ মর্গে পাঠিয়েছে ময়নাতদন্তের জন্য। ওই মহিলার কীভাবে মৃত্যু হয়েছে, তা নিয়ে রহস্য দানা বেঁধেছে।