শেষ আপডেট: 1st August 2024 19:33
দ্য ওয়াল ব্যুরো, বীরভূম: রাতে মা-ছেলে মধ্যে অশান্তির টের পেয়েছিলেন প্রতিবেশীরা। আচমকাই মহিলা আর্তনাদ শুনতে তাঁদের বাড়িতে ছুটে যান স্থানীয়রা। দেখেন, ঘরের মেঝেতে পড়ে কাতরাচ্ছেন ওই মহিলা। তাঁর কাছে বসে রয়েছে ছেলে। মায়ের মাথা ধুইয়ে দিচ্ছে। এমন অবস্থা দেখে প্রতিবেশীরাই মহিলাকে উদ্ধার করে তড়িঘড়ি সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। চিকিৎসকরা ওই মহিলাকে মৃত বলে ঘোষণা করে। বুধবার রাতে এমন ঘটনা ঘটেছে বীরভূমের চন্দ্রপুর থানা পাতাডাঙা এলাকায়। এই ঘটনার পরে মহিলার ছেলে লোটন কুণ্ডুকে আটক করেছে পুলিশ।
ইতিমধ্যে পুলিশ একটি স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। বৃহস্পতিবার সেই মামলার তদন্ত করতে মৃতের বাড়িতে যায় পুলিশের তদন্তকারীরা। সেখান থেকে নমুনা সংগ্রহ করে। প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করে।
স্থানীয়দের অভিযোগ, লোটন নেশা করতেন। তাই নিয়ে মায়ের সঙ্গে তাঁর মাঝেমধ্যেই ঝগড়া হত। কয়েকদিন আগে কাজের সন্ধানে বাইরে গেছিলেন। সদ্য বাড়ি ফিরেছিলেন। বুধবার রাতে মায়ের সঙ্গে ঝগড়া হয় লোটনের। প্রতিবেশীদের সন্দেহ, ঝগড়ার সময়ে লোটন তাঁর মায়ের মাথায় ভারি কিছু দিয়ে আঘাত করেন। পুলিশ সূত্রে জানাগিয়েছে, জেরা লোটন মাকে আঘাত করার কথা স্বীকার করেছে।