শেষ আপডেট: 31st December 2021 02:30
বিমান মাঝ-আকাশে, কোভিড পজিটিভ হলেন মহিলা যাত্রী, কোয়ারান্টিন শৌচাগারে!
দ্য ওয়াল ব্যুরো: বিমান (flight) মাঝ আকাশে, তখন কোভিড পজিটিভ (covid positive) ধরা পড়লেন এক মার্কিন মহিলা যাত্রী। শিকাগো থেকে আইসল্যান্ড যাচ্ছিলেন মারিসা ফোতিও নামে যাত্রী (passenger)। মিশিগানের শিক্ষিকাকে (teacher) প্রায় তিন ঘণ্টা কোয়ারান্টিনে (quarantine) কাটাতে হয় শৌচাগারে! স্থানীয় সংবাদ চ্যানেলের খবর, মারিসা সিএনএনকে জানিয়েছেন, ফ্লাইটে ওঠার আগে তিনি দুবার পিসিআর টেস্ট (pcr test) করান, ৫ বার Rapid টেস্ট হয়। সব রেজাল্ট নেগেটিভ আসে। কিন্তু বিমানে ওঠার প্রায় দেড়ঘণ্টা বাদে তিনি গলায় ব্যথা (sore throat) অনুভব করেন। মারিসার কথায়, মাথাটা বনবন করে ঘুরতে থাকে। তবে ভাবি, ঠিক আছে, একটা টেস্ট করে নিলেই তো হয়। শৌচাগারে ঢুকে পরীক্ষা করতে ধরা পড়ে, তিনি কোভিড পজিটিভ। আতঙ্কে সিঁটিয়ে যান তিনি। বিমান তখন অতলান্তিক মহাসাগরের ওপর। পুরো ভ্যাকসিন নেওয়া তাঁর। তাছাড়া তিনি যেহেতু ভ্যাকসিন না নেওয়া প্রচুর লোকজনের মধ্যে কাজ করেন, তাই নিয়মিত পরীক্ষা করান নিজেকে। মারিসা বলেছেন, প্রথম ফ্লাইট অ্যাটেনডেন্টকে বলি। আমার তখন কান্না পাচ্ছে। আমার ভয় হচ্ছিল, বিমানে ওঠার আগে পরিবারের সঙ্গে যে ডিনার করেছি! বিমানের সহযাত্রীদের জন্য ভাবনা হচ্ছিল। নার্ভাস হয়ে যাই। তবে ফ্লাইট অ্যাটেনডেন্ট তাঁকে শান্ত করেন। ফ্লাইট অ্যাটেনডেন্ট জানান, তাঁর সামনে একটাই রাস্তা খোলা ছিল। আসন অদলবদল করে মারিসাকে একা কোথাও বসানো। কিন্তু ফ্লাইটে কোনও আসনই খালি নেই! মারিসা বলেছেন, উনি যখন আমায় এসে বললেন, বসার মতো জায়গা পাওয়া যাচ্ছে না, আমি শৌচাগারেই থেকে যাওয়া মনস্থঃ করি, কেননা ফ্লাইটের কারও আশপাশে থাকতে চাইছিলাম না। শৌচাগারের ভিতরে মারিসা, আর তার দরজার ওপর নোাটিস টাঙিয়ে দেওয়া হয়, শৌচাগার খারাপ আছে, কাজ করছে না। বিমান আইসল্যান্ড বিমানবন্দরে নামার পর সবার শেষে নামেন মারিসা, তাঁর পরিবারের লোকজন। মারিসার ভাই, বাবার কোনও উপসর্গ না থাকায় তাঁদের সুইত্জারল্যান্ডের কানেক্টিং ফ্লাইট ধরার অনুমতি দেওয়া হয়। মারিসার আবার সেখানেই পিসিআর, Rapid টেস্ট হয়। ফল পজিটিভ বেরয়। তাঁকে পাঠানো হয় একটি হোটেলে, ১০ দিনের কোয়ারান্টন পর্ব কাটাতে। দিনে তিনবার ডাক্তার চেক করেন তাঁকে। খাবার, ওষুধপত্র দেওয়া হয়। মুগ্ধ মারিসা জানিয়েছেন, খুব ভাল অভিজ্ঞতা হল তাঁর, আংশিক সেই ফ্লাইট অ্যাটেনডেন্ট আর বাকিটা আইসল্যান্ডের লোকজনের জন্য। এখানে প্রত্যেকেই খুব ভাল।