শেষ আপডেট: 14th April 2025 18:18
দ্য ওয়াল ব্যুরো: সংখ্যালঘু এক তরুণীকে প্রকাশ্য রাস্তায় নিগ্রহ করে হিজাব (Hijab) খুলে নেওয়ার ঘটনা ঘটল উত্তরপ্রদেশে (Uttar Pradesh)! শুধু তাই নয়, তরুণীর সঙ্গে থাকা হিন্দু এক যুবককেও ব্যাপক মারধর করা হয়ে বলে অভিযোগ। ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এবং তা দেখেই ক্ষোভ প্রকাশ করছেন নেটিজেনরা। জানা গেছে, ইতিমধ্যে ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
উত্তরপ্রদেশের মুজাফ্ফরনগরের খালাপাড় এলাকায় এই ঘটনা ঘটেছে। পুলিশ সূত্রে খবর, ২০ বছর বয়সি ফারহিন তাঁর মায়ের নির্দেশ মতো শচীন নামের এক যুবকের সঙ্গে স্থানীয় এক ব্যাঙ্কে যাচ্ছিল। তাঁদের লোনের টাকা সম্পর্কিত কোনও কাজ ছিল। ঘটনাচক্রে ওই ব্যাঙ্কেই কাজ করেন ফারহিনের মা। ব্যাঙ্কে যাওয়ার পথেই তাঁদের ঘিরে ধরে নিগ্রহ করে ৮-১০ জন যুবক বলে অভিযোগ।
প্রত্যক্ষদর্শীদের কথায়, বাইকে করে যাচ্ছিলেন দুজন। আচমকা তাঁদের থামতে বলে একদল যুবক। তারপর ঘিরে ধরে প্রথমে ওই যুবককে মারধর করে, তারপর তরুণীর হিজাব ধরে টানাটানি শুরু করে। অনেক চেষ্টার পরও তরুণী হিজাব রাখতে পারেননি, তা খুলে যায়। একই সঙ্গে, তাঁর গায়ে হাত দেওয়া হয় বলেও অভিযোগ। ঘটনার সময়ে সেখানেই উপস্থিত কয়েকজন পুরো বিষয়টি রেকর্ড করেন ফোনে। সেই ভিডিওই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।
Who gave them the right to touch the girl let alone snatching her Hijab..
— Saba Khan (@ItsKhan_Saba) April 14, 2025
A Muslim woman was assaulted by a group of men and her hijab removed for riding with a Hindu man apparently her mother's colleague in Muzaffarnagar's Khalapar area.
Police registered a case and arrested… pic.twitter.com/vIywYjLMca
ওই ভিডিও দেখেই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। যে জমায়েত তৈরি হয়েছিল তা সরিয়ে দেওয়া হয়। পরবর্তী সময়ে ফারহিনের অভিযোগের ভিত্তিতে ঘটনায় জড়িত হিসেবে ৬ জনকে গ্রেফতার করে তাঁরা। যদিও এই গ্রেফতারি শেষ নয়। পুলিশের তরফে জানানো হয়েছে, যে ভিডিও ভাইরাল হয়েছে তা দেখে আরও অভিযুক্তদের গ্রেফতার করা হবে। এদিকে ধৃতরা গ্রেফতারির পর বিশেষভাবে সক্ষম হওয়ার 'নাটক' করছিল। সেই ভিডিওটিও ছড়িয়ে পড়েছিল। তা দেখে অনেকে কটাক্ষ করেন, এরা অস্কার পাওয়ার যোগ্য!