শেষ আপডেট: 8th August 2023 08:15
দ্য ওয়াল ব্যুরো: ডাকাতির চেষ্টায় বাধা দিতেই এক মহিলাকে চলন্ত ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠল (Woman Pushed Out Of Moving Train)।
ঘটনাটি ঘটেছে রবিবার রাতে বেঙ্গালুরু থেকে মুম্বইগামী সিএমএসটি উদয়ন এক্সপ্রেসে। জানা গেছে, ৮.৩০ নাগাদ ট্রেনটি যখন দাদার স্টেশন (Dadar railway station) পেরোচ্ছিল, তখন অসংরক্ষিত মহিলা কামরায় উঠে আসে এক ব্যক্তি। ওই কামরায় তখন বেশি যাত্রী ছিলেন না। সেই সুযোগেই ওই দুষ্কৃতী এক মহিলার শ্লীলতাহানি করে। এরপর তাঁর হাতে ধরা একটি টাকাভর্তি নীল রঙের ব্যাগ ছিনিয়ে নেয়।
জিআরপির তরফে জানানো হয়েছে, সোমবার তাঁদের কাছে এসে অভিযোগ নথিভুক্ত করেছেন মহিলা। তবে এফআইআর দায়ের হওয়ার আগেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন তাঁরা।
এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে এবং প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেই অভিযুক্তকে খুঁজে পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। তার বিরুদ্ধে খুনের চেষ্টা, ডাকাতি এবং মহিলাদের শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
রাজ্যপাল প্লিজ মাথা হেঁট করবেন না, সানগ্লাস খুলে পড়ে যাবে: ব্রাত্য