শেষ আপডেট: 25th March 2023 08:14
দ্য ওয়াল ব্যুরো: প্রেমে বাধা হয়ে দাঁড়াচ্ছিল সন্তানরা। তাই প্রেমিকের (lover) সঙ্গে হাত মিলিয়ে ১০ বছরের ছেলে এবং ৬ বছরের মেয়েকে নিজের হাতে খুন করল মা (woman kills children)। তারপর দেহ ছুড়ে ফেলে দিল নর্দমায়।
নৃশংস হত্যাকাণ্ডটি ঘটেছে গত ২২ মার্চ উত্তরপ্রদেশের মিরাটে (Meerut)। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত মহিলার সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল স্থানীয় কাউন্সিলরের। তার সঙ্গে হাত মিলিয়েই নিজের দুই সন্তানকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করে ওই মহিলা। তবে শুধু প্রেমিকই নয়, এই হত্যাকাণ্ডে জড়িত ছিল মহিলার কয়েকজন প্রতিবেশীও, এমনটাই জানিয়েছে পুলিশ।
সূত্রের খবর, গত বুধবার প্রেমিকের সাহায্যে প্রথমে নিজের বাড়িতেই মেয়েকে খুন করে অভিযুক্ত মহিলা। এরপর ছেলেকে এক প্রতিবেশীর বাড়িতে নিয়ে গিয়ে খুন করা হয়। তারপর ওই কাউন্সিলরের সাহায্যে বাড়ি থেকে কিছুটা দূরে একটি নর্দমায় ফেলে দিয়ে আসা হয় দুই ছেলেমেয়ের মৃতদেহ।
পুলিশ জানিয়েছে, খুনের পর অভিযুক্তরা নিজেরাই থানায় গিয়ে নিখোঁজ ডায়েরি করে আসে। কিন্তু ঘটনার তদন্তে নেমে সন্দেহ হয় পুলিশের। জেরার মুখে সন্তানদের খুনের কথা স্বীকার করে অভিযুক্ত মহিলা। ঘটনায় ইতিমধ্যেই ওই মহিলা তার প্রেমিক এবং তাদের ৪ জন প্রতিবেশী সহ মোট ছয় জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু করা হচ্ছে। তবে মৃত দুই শিশুর দেহ এখনও উদ্ধার করা যায়নি। দেহগুলির সন্ধানে চালাচ্ছে পুলিশ।
প্রধানমন্ত্রীর চোখে ভয় দেখেছি, আদানির অ্যাকাউন্টে ২০ হাজার কোটি কার মোদীজি: রাহুল