শেষ আপডেট: 24th September 2023 15:54
দ্য ওয়াল ব্যুরো: পুরুষের বেতন, আর মহিলাদের বয়স নাকি জিজ্ঞেস করতে নেই। এই তো কদিন আগেই, বাংলাদেশের এক সাংবাদিক অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে তাঁর বয়স নিয়ে প্রশ্ন করেছিলেন। তাতে অত্যন্ত বিরক্ত হন অভিনেত্রী। ঋতুপর্ণা একা নন। তারকা হোক বা সাধারণ মানুষ, মহিলাদের অনেকেই নিজেদের বয়স নিয়ে কথা বলতে স্বচ্ছন্দ বোধ করেন না। বিশেষ করে কেউ যদি মাঝবয়সি মহিলাদের কাকিমা, মাসিমা কিংবা আন্টি (calling 'aunty') বলে ডেকে ফেলে, তাহলে পথচলতি মহিলাদের অনেককেই রেগে আগুন হয়ে উঠতে দেখা যায়।
সম্প্রতি বেঙ্গালুরুর (Bengaluru) এক এটিএম কর্মী তেমনই এক বিরাট 'ভুল' করে বসেছিলেন। বেঙ্গালুরুর ওই এটিএমে টাকা তুলতে এসেছিলেন এক মহিলা। কাজ মিটে যাবার পরেও কেবিনের সামনে এমন ভাবে দাঁড়িয়ে ছিলেন তিনি, যাতে অন্য গ্রাহকদের ভিতরে ঢুকতে সমস্যা হচ্ছিল।
আশেপাশের লোকজন প্রাথমিকভাবে হকচকিয়ে যান। তারপর দেরি না করে পুলিশে খবর দেন তাঁরা। পুলিশ মহিলাকে আটক করে। তাঁর বিরুদ্ধে একটি মামলাও রুজু করা হয়েছে। তবে বর্তমানে জামিনে মুক্তি পেয়েছেন তিনি।
হারিয়ে গিয়ে কেঁদে আকুল ৪ বছরের ছেলে, আসানসোল ট্রাফিক গার্ড মায়ের কোলে ফিরিয়ে দিল