শেষ আপডেট: 3rd October 2023 13:31
দ্য ওয়াল ব্যুরো: রাজ্যে ফের চিকিৎসার গাফিলতিতে রোগীর মৃত্যুর অভিযোগ। এবার ঘটনাস্থল নদিয়া জেলার তেহট্ট মহকুমা হাসপাতাল। মঙ্গলবার সকালে এই ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় ওই হাসপাতালে।
মৃত রোগীর নাম মঞ্জু মণ্ডল। কয়েকদিন ধরে বেশ কিছু শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। বছর ৪১-এর ওই বধূকে সোমবার তেহট্ট মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। আশঙ্কাজনক অবস্থাতেই তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তাঁর পরিবারের অভিযোগ, প্রাথমিকভাবে হাসপাতালে তাঁর চিকিৎসা শুরু হয়। কিন্তু সামান্য সময়ের মধ্যেই শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। সেই সময়ে হাসপাতালের ডাক্তার বা নার্স কেউই রোগীকে দেখতে আসেনি। এমনকী তাঁকে ইমারজেন্সিতে নিয়ে গেলেও রোগীর পরিবারের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে বলে নার্সদের বিরুদ্ধে অভিযোগ করেছেন মঞ্জুর পরিবার। মঙ্গলবার মৃত্যু হয় ওই বধূর।
এরপরই ক্ষোভে ফেটে পড়েন মৃতার পরিবার সহ আত্মীয়-স্বজনেরা। প্রবল বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। ভাঙচুর চালান হাসপাতাল চত্বরে। মৃতার ছেলে অভিজিৎ মণ্ডল জানিয়েছেন, তাঁর মায়ের শারীরিক অবস্থার অবনতি হতে থাকলেও কোনও ব্যবস্থা নেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ। বার বার ডাক্তার, নার্সদের জানিয়েও কোনও সদুত্তর পাওয়া যায়নি। তাই চিকিৎসায় গাফিলতির অভিযোগ এনে হাসপাতাল সুপারের কাছে অভিযোগ দায়ের করবেন তাঁরা।
বধূর মৃত্যুর পরই ক্ষিপ্ত হয়ে ওঠে তাঁর বাড়ির লোকজন। চিকিৎসায় গাফিলতির অভিযোগ নিয়ে হাসপাতালের সুপারের দ্বারস্থ হয় মৃতার পরিবার। হাসপাতাল চত্বরে তাঁদের বিক্ষোভকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড শুরু হয়। মুহূর্তে রণক্ষেত্রের চেহারা নেয় হাসপাতাল চত্বর। এরপরই হাসপাতাল কর্তৃপক্ষের তরফে খবর দেওয়া হয় পুলিশে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় তেহট্ট থানার পুলিশ। শেষে পুলিশের হস্তক্ষেপেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। গোটা ঘটনাটির বিষয়ে পুলিশও খতিয়ে দেখছে বলে জানানো হয়েছে।