Date : 16th Jun, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
সাইপ্রাস সফরে মোদীর উপহার: ফার্স্ট লেডির জন্য রুপোর পার্স, প্রেসিডেন্টকে কাশ্মীরি গালিচাজানোয়ারের খাবার, 'অখাদ্য বিরিয়ানি' স্পাইস জেটের কর্মীকে খেতে বাধ্য করলেন ক্ষুব্ধ যাত্রীরাইজরায়েলের ছায়াযুদ্ধ: কীভাবে কাজ করে তাদের গোয়েন্দা সাম্রাজ্যপ্রেমে নাকি ভাঙন! মুম্বইয়ের রাস্তায় কার হাতের ছবি দিয়ে ভালবাসার উদযাপন দেবের? Digha Jagannath Temple: মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরই দিঘার হোটেল নিয়ে পুলিশের বড় পদক্ষেপউজ্জ্বল, দাগমুক্ত ত্বকের গোপন রহস্য বিটরুটের আইস কিউব! ভাইরাল এই দাবি কি সত্যি?মিঠুনের প্রথম স্ত্রীও ছিলেন অভিনেত্রী, চার মাসের বিয়ে থেকে পেয়েছিলেন চার দশকের যন্ত্রণাবাড়িতে একা থাকলেই ‘রবীন্দ্রনাথ’ হয়ে যেতাম: প্রিয়াংশু পুজোর থিম অপারেশন সিঁদুরবাংলার দুয়ারে ঘূর্ণাবর্ত! বড় আপডেট শোনাল আলিপুর
Nadia Incident

রানাঘাটে মহিলাকে পিটিয়ে মারার নালিশ, চরমে উঠল বিজেপি-তৃণমূল সংঘাত

প্রতিবেশীদের সঙ্গে অশান্তির জেরে এক মহিলাকে পিটিয়ে মারার অভিযোগ উঠল।

রানাঘাটে মহিলাকে পিটিয়ে মারার নালিশ, চরমে উঠল বিজেপি-তৃণমূল সংঘাত

শেষ আপডেট: 8 April 2024 14:54

দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: প্রতিবেশীদের সঙ্গে অশান্তির জেরে এক মহিলাকে পিটিয়ে মারার অভিযোগ উঠল। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। মৃত ওই মহিলা তাদের সমর্থক বলে দাবি বিজেপির। তবে তৃণমূল তা মানতে নারাজ। এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই বলেই শাসক শিবিরের দাবি।

রানাঘাট থানার বৈদ্যপুর-২ গ্রাম পঞ্চায়েতের বেলঘরিয়া এলাকার বাসিন্দা ছিলেন ওই মহিলা। নাম অঞ্জলি কর্মকার(৫২)। অভিযোগ, রবিবার রাতে বাড়িতে ঢুকে অঞ্জলির উপর চড়াও হয় তাঁদের গ্রামেরই কিছু মানুষ। তাঁকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন তাঁর স্বামী সুবল কর্মকার। ঘটনাস্থলেই মৃত্যু হয় অঞ্জলির। রানাঘাট মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে সুবলকে। পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িত সন্দেহে এলাকার তিন মহিলাকে গ্রেফতার করা হয়েছে। তাদের জেরা করেই জড়িত অন্যদের নাম জানার চেষ্টা চলছে। প্রতিবেশীদের সঙ্গে অশান্তি হয়েছিল ওই মহিলার। তারই জেরে এমন কাণ্ড। মৃত মহিলার বাড়িও আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়। 

মৃত মহিলার স্বামীকে দেখতে এদিন হাসপাতালে যান রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার। তাঁর অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই ঘটনা ঘটিয়েছে। তিনি বলেন, "পরিবারটি বিজেপির সমর্থক। ভোটের আগে সন্ত্রাস করতেই এই পরিবারটিকে নিশানা করা হয়েছে। আমাদের একজন কর্মীকে খুন করে ফেলা হল। কোনও ব্যবস্থা নিল না পুলিশ।"

তৃণমূল অবশ্য বিজেপির এই অভিযোগ অস্বীকার করেছে। স্থানীয় তৃণমূল নেতা দীপক বসু জানান, প্রতিবেশীদের সঙ্গে মাঝেমধ্যেই ঝামেলা লেগে থাকত মহিলার। সেই বচসার জেরেই হামলা হয়েছে। এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। পুলিশ ঘটনার তদন্ত করছে।


ভিডিও স্টোরি