শেষ আপডেট: 16th October 2024 11:38
দ্য ওয়াল ব্যুরো: আরজি কর কাণ্ডের প্রতিবাদের মাঝে ফের এক তরুণীর দেহ উদ্ধার হল। কৃষ্ণনগরের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এক্ষেত্রেও ধর্ষণ করে খুন করার অভিযোগ উঠেছে। কারণ অর্ধনগ্ন অবস্থায় ওই দেহ উদ্ধার হয়েছে। শুধু তাই নয়, তরুণীর দেহের একাংশ পোড়ানো হয়েছে বলেও দাবি।
কৃষ্ণনগরের রামকৃষ্ণ মিশন আশ্রমপাড়া এলাকা থেকে ওই তরুণীর দেহ উদ্ধার হয়। যেখান থেকে এই দেহ উদ্ধার হয়েছে তার কিছু দূরেই পুলিশ সুপারের অফিস! তাই স্বাভাবিকভাবে আরও বেশি আতঙ্ক সৃষ্টি হয়েছে এলাকাবাসীর মধ্যে। স্থানীয় সূত্রে খবর, রাস্তার ধারে পড়ে ছিল তরুণীর অর্ধনগ্ন এবং অর্ধদগ্ধ দেহ। এলাকাবাসী মনে করছে, ধর্ষণ করার পর খুন করা হয়েছে তাঁকে। আর প্রমাণ লোপাটের জন্য পুড়িয়ে দেওয়া হয়েছে মুখ এবং শরীরের একাংশ।
দেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে যায় কোতোয়ালি থানার পুলিশ। তারপর দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে তাঁরা। এখনও পর্যন্ত তরুণীর পরিচয় জানা যায়নি। তাঁকে শনাক্ত করা যাচ্ছে না। যদিও পুলিশের তরফে আশ্বাস দেওয়া হয়েছে, দ্রুত তদন্ত করে অপরাধীকে ধরবে তাঁরা। তাঁদের প্রাথমিক অনুমান, মৃতার বয়স ২০ থেক ২৫ বছরের মধ্যে হবে। তাহলে কি এটা প্রেমঘটিত কোনও ব্যাপার, অনুমান করলেও নিশ্চিত হতে পারছেন না কেউই।
কলকাতার আরজি কর হাসপাতালের নৃশংস ঘটনা রাজ্য তো বটেই গোটা দেশে আন্দোলনের জোয়ার এনে দিয়েছে। সব মহল থেকে নারী সুরক্ষা এবং বিচারের দাবি তোলা হচ্ছে। পথে নেমে বিক্ষোভ দেখাচ্ছেন সাধারণ মানুষ থেকে শুরু করে বিশিষ্ট মহল। কিন্তু এরই মাঝে একের পর এক ধর্ষণ-খুনের ঘটনা ঘটতেই থাকছে। কয়েক দিন আগে জয়নগরের ঘটনা উত্তেজনা ছড়িয়েছিল রাজ্যে। পুজোর আগেই এক নাবালিকাকে ধর্ষণ করে খুন করার অভিযোগ ওঠে। এখন একই ধরনের ঘটনা ঘটল কৃষ্ণনগরে।