শেষ আপডেট: 25th September 2023 06:53
দ্য ওয়াল ব্যুরো: সমুদ্রের উপরের রাস্তা দিয়ে শাঁশাঁ করে ছুটছে মোটরবাইক। চালাচ্ছেন এক মহিলা। তাঁর মাথায় না আছে হেলমেট, তিনি গতির সীমা মানছেন না। দেখতে পেয়েই দাঁড় করিয়েছিল ট্রাফিক পুলিশ। তাতেই চটে লাল মহিলা। গালিগালাজ তো আছেই, সঙ্গে কর্তব্যরত ট্রাফিক পুলিশকে ধরে ধাক্কা মারতে শুরু করলেন তিনি (Woman biker abuses cops)। সেই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নিন্দার ঝড় উঠেছে। তবে ইতিমধ্যেই গ্রেফতারও করা হয়েছে ওই মহিলাকে।
ঘটনাটি ঘটেছে গত ১৫ সেপ্টেম্বর মুম্বইয়ের বান্দ্রা-ওরলি সি-লিঙ্কে (Bandra-Worli Sea Link)। অভিযুক্ত মহিলার নাম নূপুর মুকেশ প্যাটেল। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার দিন সি-লিঙ্কের নিরাপত্তাকর্মীদের কাছ থেকে ফোন আসে তাঁদের কাছে। জানানো হয়, এক মহিলা বুলেট বাইকে চড়ে দক্ষিণ মুম্বইয়ের দিকে যাচ্ছেন, তাঁর মাথায় হেলমেট নেই এবং অত্যন্ত দ্রুত বাইক চালাচ্ছেন।
এরপর এক পুলিশকর্মী তাঁকে বাইক থেকে নামানোর চেষ্টা করতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন মহিলা। চিৎকার করে বলতে শুরু করেন, 'হাত কেটে রেখে দেব। তোর সাহস কী করে হয় আমার বাইকে হাত দেওয়ার!'
তাঁকে আরও বলতে শোনা যায়, এখন যদি নরেন্দ্র মোদী নিজে এসে আমাকে বলেন বাইক থেকে নামতে, তাহলেও নামব না। এমনকী, পুলিশকর্মীদের গালিগালাজ করার পাশাপাশি একজনকে ধাক্কা মেরে সরিয়েও দেন ওই মহিলা।
এরপরেই ট্রাফিক আইন ভঙ্গ করা, কর্তব্যরত পুলিশকর্মীর গায়ে হাত তোলার অভিযোগে গ্রেফতার করা হয় মহিলাকে।
পুলিশ জানিয়েছে, মহিলা মধ্যপ্রদেশের জব্বলপুরের বাসিন্দা। যে বাইকটি তিনি চালাচ্ছিলেন, সেটি একটি রিয়েল এস্টেট সংস্থার নামে রেজিস্টার্ড। তাঁর বিরুদ্ধে ফৌজদারি দণ্ডবিধির ৪১এ ধারায় মামলা রুজু করা হয়েছে।
১৫০০ টাকা ধার নিয়েছিলেন, বিহারে দলিত মহিলাকে নগ্ন করে মার, জোর করে খাওয়ানো হল প্রস্রাব