শেষ আপডেট: 5th November 2024 11:02
দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার সকালে রায়দিঘি থানার নন্দকুমারপুর গ্রাম পঞ্চায়েতের বোলের বাজারে চায়ের দোকানে এক ব্যক্তিকে পিছন থেকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠল। পুলিশ জানিয়েছে, নিহত শেখ বাহাদুর (৫৭) মহম্মদ নগরের বাসিন্দা।
স্থানীয়দের তরফে জানা গিয়েছে, এদিন সকাল সাড়ে ৭টা নাগাদ বোলের বাজারের একটি চায়ের দোকানে চা খাচ্ছিলেন বাহাদুর। আচমকা পিছন থেকে এক দুষ্কৃতী তাঁর মাথার পিছনে আর ঘাড়ে ধারাল অস্ত্র দিয়ে কোপ দেয়। রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন বাহাদুর। দুষ্কৃতী যে শাহাদত শেখ তা স্পষ্ট দেখতে পান স্থানীয়রা। তাকে দৌড়ে পালাতে দেখেন ঘটনাস্থলে উপস্থিত বাসিন্দারা।
বাহাদুরকে রক্তাক্ত অবস্থায় তড়িঘড়ি রায়দিঘি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পরে পুলিশ ময়নাতদন্তের জন্য ডায়মন্ডহারবার হাসপাতাল মর্গে দেহ পাঠয়।
টাকা লেনদেনের জেরেই বাহাদুরকে খুন করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিক অনুমান পুলিশের। ইতিমধ্যেই খুনের মামলা রুজু করে পুলিশ ঘটনার তদন্ত নেমেছে। খুনের কারণ পরিষ্কার কোর্টে দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চলছে।
প্রসঙ্গত, রবিবারই এক যুবককে গলা কেটে খুনের অভিযোগ উঠেছিল। ২৪ ঘণ্টাও কাটতে না কাটতেই আবারও খুন দক্ষিণ ২৪ পরগনা জেলার রায়দিঘিতে। পরপর দু'টি খুনের ঘটনায় স্বাভাবিকভাবে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।