শেষ আপডেট: 4th January 2025 11:35
দ্য ওয়াল ব্যুরো: ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগে রণক্ষেত্রর চেহারা নিল বর্ধমানের অন্ডাল। চিকিৎসকের চেম্বারে ভাঙচুর চালালেন উত্তেজিত জনতা।
ঘটনাটি অন্ডালের উখরার মাধাইগঞ্জ রোড এলাকার। খবর পেয়ে অভিযুক্ত চিকিৎসককে উদ্ধার করতে এসে গ্রামবাসীদের ছোড়া ইটের ঘায়ে জখম হন অন্ডাল থানার অফিসার ইনচার্জ-সহ বেশ কয়েকজন পুলিশ কর্মী।
মৃত শিশুর নাম গোবিন্দ বাউরি। তার আত্মীয় কুমারডিহির বাসিন্দা রবীন বাউরির অভিযোগ, ৬ বছর বয়সি গোবিন্দর বমি ও পায়খানা হচ্ছিল। ডাক্তার রাজেশ মাঝির চেম্বারে নিয়ে এলে তিনি পর পর চারটি ইঞ্জেকশন দেন। তার ১০ মিনিটের মধ্যে ছেলেটা গেল।
এরপরই মৃতের পরিবারের সদস্যরা এবং উত্তেজিত স্থানীয় বাসিন্দারা ডাক্তারের চেম্বারে ভাঙচুর চালান। বাধা দিতে গেলে অন্ডাল থানার পুলিশের উপর ইট, পাটকেল ছোড়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এসিপি(অন্ডাল, পান্ডবেশ্বর)র নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী যায় ঘটনাস্থলে।
মৃত শিশুর পরিবারের অভিযোগ, এভাবে পর পর চারটি ইঞ্জেকশনের ডোজ সামলাতে না পেরেই শিশুটির মৃত্যু হয়েছে। অভিযুক্ত চিকিৎসকদের কঠোর শাস্তির দাবিতে সরব হন তাঁরা। পরিবারের তরফে ঘটনার তদন্তের দাবি জানানো হয়েছে। মৃত শিশুর আত্মীয় রবীন বাউড়ি বলেন, "ডাক্তার পর পর চারটে কী ইঞ্জেকশন দিয়েছিল, তা পরীক্ষা করে দেখা হোক।"
এলাকায় উত্তেজনা থাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়ন রাখা হয়েছে। আহত পুলিশকর্মীদেরকে চিকিৎসার জন্য দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয়েছে। শিশু মৃত্যুর পাশাপাশি পুলিশের ওপর হামলার ঘটনাতেও পৃথক মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।