শেষ আপডেট: 14th November 2024 09:22
দ্য ওয়াল ব্যুরো: নেট প্র্যাকটিস শুরু করে দিয়েছে শীত। আর কয়েকদিনের মধ্যে ঝোড়ো ব্যাটিং শুরু হবে! ইঙ্গিত দিয়ে দিল আবহাওয়া দফতর। সপ্তাহান্তেই পারদ পতনের সম্ভাবনা। এক ধাক্কায় তিন থেকে চার ডিগ্রি কমবে রাতের তাপমাত্রা। এমনটাই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
বাংলায় এই মুহূর্তে বৃষ্টির সম্ভাবনা নেই। ইতিমধ্যে সন্ধের পর থেকে শিরশিরানি ভাব অনুভূত হচ্ছে। হাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েক দিনের মধ্যে এই অনুভূতি আরও প্রবল হবে। শীতের আমেজ পড়ে যাবে। আগামী পাঁচ দিনে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে।
দক্ষিণবঙ্গের সব জেলাতেই শীত শীত ভাব চলে আসছে শুক্রবারের পর থেকে। উত্তুরে হাওয়া প্রবেশের পরিবেশ অনুকূল হবে। আপাতত কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস বা তার নীচে নামতে পারে। সারাদিন ধরে মূলত পরিষ্কার আকাশ, সকালের দিকে হালকা কুয়াশা ও ধোঁয়াশা দেখা যাবে। শুষ্ক আবহাওয়া থাকবে। আজ শহরে সর্বনিম্ন তাপমাত্রা ২২.১ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি।
উত্তরে আবার পার্বত্য এলাকায় জলীয় বাষ্প থাকায় ধোঁয়াশা সৃষ্টি হবে। তবে সকালের দিকে মালদহ ও দুই দিনাজপুরে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে। আগামী দু'দিন ঘন কুয়াশার সতর্কতা দেওয়া হয়েছে বেশ কয়েকটি জেলায়। দৃশ্যমানতা কমে ৫০ থেকে ২০০ মিটার হতে পারে। রবিবার পর্যন্ত মাত্র কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির আভাস দেওয়া হয়েছে। তারপর থেকে উত্তরবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই।
এই মুহূর্তে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে উত্তর-পশ্চিম ভারতে। সঙ্গে উত্তর ভারতে রয়েছে জেট স্ট্রিম উইন্ডস। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও উত্তর তামিলনাডু উপকূলে নিম্নচাপ ঘূর্ণাবর্তে পরিণত। কেরল উপকূলে দক্ষিণ-পূর্ব আরব সাগরে রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। পূর্ব বাংলাদেশেও আলাদা করে ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে। যদিও বাংলায় নতুন করে বৃষ্টি হবে না।