শেষ আপডেট: 30th September 2024 11:06
দ্য ওয়াল ব্যুরো: মাঝে আর একদিন। তারপর মহালয়া। এবার পুজোয় বৃষ্টি হবে এমন আভাস আগেই মিলেছে। পুজোর আগে অর্থাৎ অক্টোবরের প্রথম সপ্তাহে বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনাও আছে। তাহলে কি মহালয়ার দিনও ভারী বৃষ্টি হবে বঙ্গে? হাওয়া অফিস জানিয়েছে, এই মুহূর্তে তেমন কোনও সম্ভাবনা নেই। যদিও বৃহস্পতিবার থেকে বৃষ্টি কিছুটা বাড়ার কথা দক্ষিণবঙ্গে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, মহালয়ার দিন বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দু-এক জেলায়। তবে তারপর থেকে বৃষ্টির পরিমাণ ফের বাড়তে পারে দক্ষিণবঙ্গে। মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দক্ষিণ-দক্ষিণ পশ্চিম জেলাগুলিতে। ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সারা সপ্তাহে মূলত আংশিক মেঘলা আকাশ থাকবে। মাঝে মাঝে চড়া রোদ ও জলীয় বাষ্পের কারণে অস্বস্তি।
সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৯.১ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ৩.১ ডিগ্রি বেশি। রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল ৩৩.৫ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ০.৩ ডিগ্রি বেশি। আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা ক্রমশ কমবে শহরে।
দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও আগামী কয়েকদিনে তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে। বাতাসে জলীয় বাষ্প থাকায় বৃষ্টি না হলে অস্বস্তি সামান্য থাকবে। বৃষ্টির সম্ভাবনা মূলত থাকবে পার্বত্য জেলাগুলিতে। মঙ্গলবার থেকে বৃষ্টি বাড়বে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে।
এই মুহূর্তে উত্তর-পশ্চিম মধ্যপ্রদেশ ও দক্ষিণ গুজরাতে রয়েছে ঘূর্ণাবর্ত। যদিও দেশ থেকে বর্ষা বিদায় নেওয়ার পর্ব শুরু হয়েছে। বাংলা থেকে বর্ষা বিদায় নেবে অক্টোবর মাসের মাঝামাঝি সময়ে।