Date : 15th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
‘সাহায্য চাই’ বলে ফোন, হোটেলে ডেকে ব্ল্যাকমেল! মহারাষ্ট্রে এক মহিলার হানিট্র্যাপে IPS-সহ বহু কর্তা'আরজি করের তদন্তে গাফিলতি বলেই বাড়ছে ধর্ষণের ঘটনা', সিবিআইকে নির্যাতিতার পরিবারখুশির হাওয়া বলিউডে, কন্যাসন্তান এল সিদ্ধার্থ-কিয়ারার ঘরেকে বলবে বয়স ৫১! শরীরে পাতলা বিকিনি, ইতালির সমুদ্রে জলকেলি 'মৎস্যকন্যা' মালাইকারখুব শীঘ্রই আসছে ‘বজরঙ্গী ভাইজান ২’? ইঙ্গিত দিলেন পরিচালক কবির খানকোলাপুরি চপ্পল নিয়ে সমালোচনার মুখে পড়েছিল প্রাডা, এবার মহারাষ্ট্রে এল তাদের টিমস্টান্টে বাজিমাত শাহরুখের! মাথা দিয়ে কাচ ভাঙতেই অনুরাগীরা বলছে, 'এটাই তো কিং ম্যাজিক’ফড়েরা লাভের গুড় খেয়ে যাচ্ছে! আলুর দাম নিয়ে চাষিদের মধ্যে চরম অসন্তোষকাস্টমস চেকিংয়ে আটকানোর পর পাঠচক্রের কাছে হেরে গেল ইস্টবেঙ্গল'মোহনবাগান রত্ন' পাচ্ছেন টুটু বোস, সেরা ফুটবলার আপুইয়া, দেখে নিন তালিকা
Narendra Modi - Jobless Teachers

আজ রাজ্যে মোদীর জনসভা, চাকরিহারারা কি আদৌ সাক্ষাৎ করতে পারবেন প্রধানমন্ত্রীর সঙ্গে

অনেকের মনে করছেন, পাকিস্তানের হয়ে 'অপারেশন সিঁদুর' অভিযানের সাফল্যের কথা প্রচার করতে আসছেন মোদী।

আজ রাজ্যে মোদীর জনসভা, চাকরিহারারা কি আদৌ সাক্ষাৎ করতে পারবেন প্রধানমন্ত্রীর সঙ্গে

ফাইল ছবি

শেষ আপডেট: 29 May 2025 01:46

দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘ সময় পর আজ ফের রাজ্য সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে (Alipurduar) জনসভা করার কথা রয়েছে তাঁর। আর সেখানেই তাঁর সঙ্গে দেখা করার ইচ্ছে প্রকাশ করেছেন এসএসসি মামলায় চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা (Jobless Teachers)। কিন্তু আদৌ সেই সাক্ষাৎ কতটা সম্ভব সে নিয়ে প্রশ্ন এখনও থেকে গেছে। কারণ জেলা প্রশাসন বা বিজেপির প্রতিনিধিদের তরফে তাঁদের এ ব্যাপারে কিছুই জানান হয়নি।

বাংলায় আসার আগে নরেন্দ্র মোদী বুধবার রাতেই একটি সোশ্যাল মিডিয়া পোস্ট করেছিলেন। তাতে তিনি উল্লেখ করেছিলেন, এনডিএ সরকারের বিভিন্ন প্রকল্প এবং তৃণমূলের দুর্নীতির কথা। তবে আলাদা করে চাকরিহারা বা এসএসসি মামলা নিয়ে কোনও মন্তব্য করেননি। কিন্তু জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তাঁর মুখে চাকরিহারাদের প্রসঙ্গ উঠবে কিনা, তা নিয়েই এখন কৌতূহল তৈরি হয়েছে। অন্যদিকে, চাকরিহারাদের একাংশ তাঁর সঙ্গে দেখা করতে পারবে কিনা, এই বিষয়টি নিয়েও জল্পনা বহাল।

অনেকের মনে করছেন, পাকিস্তানের হয়ে 'অপারেশন সিঁদুর' অভিযানের সাফল্যের কথা প্রচার করতে আসছেন মোদী। কিন্তু বিগত দিন ধরে চাকরিহারা ইস্যুতে রাজ্য যে উত্তাল তা নিশ্চয়ই নজর এড়াবে না তাঁর। সেই প্রেক্ষিতে বলা যায়, নিজের ভাষণে হয়তো এসএসসি মামলাকে জায়গা দেবেন প্রধানমন্ত্রী। তবে চাকরিহারাদের সঙ্গে সাক্ষাৎ করবেন কিনা, সেটা আপাতত স্পষ্ট নয়। স্থানীয় বিজেপি নেতৃত্বের থেকেও এমন কোনও উদ্যোগ আপাতত নেওয়া হয়নি।

চাকরিহারা শিক্ষক চিন্ময় মণ্ডল বুধবারই জানিয়েছিলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার বিষয়ে বিজেপির জেলা সভাপতির পাশাপাশি জেলাশাসককেও চিঠি দেওয়া হয়েছে। তবে কোনও উত্তর পেয়েছিলেন কিনা তাঁরা, তা জানা যায়নি।

এরই মধ্যে গত মঙ্গলবার নবান্নের সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ ব্যাপারে সরকারের অবস্থান স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, আদালতের নির্দেশ মেনেই এগোবে রাজ্য। এক্ষেত্রে রিভিউ পিটিশনে যদি ইতিবাচক কোনও ফল না আসে তাহলে চাকরিহারা শিক্ষকদের ফের পরীক্ষায় বসতে হবে। আদালতের নির্দেশ মেনে আগামী ৩০ জুন নিয়োগ বিজ্ঞপ্তিও জারি করতে চলেছে।


ভিডিও স্টোরি