সমুদ্রের জন্য বিখ্যাত দিঘা। সেখানে বছরভরই লক্ষ লক্ষ পর্যটকের সমাগম হয়। জগন্নাথ মন্দিরের দৌলতে দিঘার পরিচয় কী বদলে যাবে?
সমুদ্রের জন্য বিখ্যাত দিঘা। সেখানে বছরভরই লক্ষ লক্ষ পর্যটকের সমাগম হয়। জগন্নাথ মন্দিরের দৌলতে দিঘার পরিচয় কী বদলে যাবে?
শেষ আপডেট: 28 April 2025 18:32
দ্য ওয়াল ব্যুরো: দিঘা জুড়ে সাজ সাজ রব। হাতে আর সময় নেই বললেই চলে। আগামী বুধবার অক্ষয় তৃতীয়ার দিন দিঘায় উদ্বোধন হবে জগন্নাথ মন্দিরের (Digha Jagannath Temple)। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আর তা খতিয়ে দেখতে সোমবার দুপুরেই দিঘায় পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)-সহ প্রশাসনের শীর্ষ কর্তারা।
মুখ্যমন্ত্রীর কথায়, এই জগন্নাথ ধাম নতুন ও পুরনো প্রজন্মের জন্য নতুন একটা কৃষ্টি, সম্প্রীতির মেলবন্ধন হয়ে থাকবে। যারা কাজটা করেছেন খুব ভালভাবে করেছেন।
সমুদ্রের জন্য বিখ্যাত দিঘা। সেখানে বছরভরই লক্ষ লক্ষ পর্যটকের সমাগম হয়। জগন্নাথ মন্দিরের দৌলতে দিঘার পরিচয় কী বদলে যাবে? মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "অবশ্যই এই মন্দির দিঘার মুকুটে নতুন পালক যোগ করবে, দিঘা আরও উচ্চ শিখরে যাবে। পর্যটকরা যেমন ভ্রমণের জন্য আসবেন তেমন তারা তীর্থস্থানও দেখে যাবেন। আগামী দিনে দিঘা আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হয়ে উঠবে।"
মুখ্যমন্ত্রী এও বলেন, "আগে তো দিঘাতে কিছুই ছিল না। আমরা আসার পর দিঘায় গেট তৈরি করা হয়েছে, সৈকত নগরীকে সাজিয়ে তোলা হয়েছে। সাত কিমি বিচও তৈরি হয়েছে।"
ইতিমধ্যে গত কয়েকদিন ধরে দিঘায় জগন্নাথ মন্দিরে বিভিন্ন দেবদেবীর আরাধনা চলছে। সকাল ও সন্ধে আম, বেলকাঠ দিয়ে চলেছে বিশ্ব শান্তিযজ্ঞ। হচ্ছে মঙ্গল মন্ত্রযজ্ঞও। পুরো কর্মকাণ্ডের নেতৃত্বে রয়েছেন পুরীর প্রধান সেবাইত রাজেশ দ্বৈতাপতি।
জানা যাচ্ছে, সোমবার অশ্বযজ্ঞ হবে। উদ্বোধনের আগের দিন অর্থাৎ মঙ্গলবার বিভিন্ন পুণ্য ক্ষেত্রের জল দিয়ে মহাযজ্ঞ শুরু হবে। তাতে পুরীর মন্দিরের প্রতিনিধিদের পাশাপাশি ইসকনের সদস্যরাও অংশ নেবেন। পুরো যজ্ঞপর্বে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রীও। তারপর বুধবার অক্ষয় তৃতীয় পুণ্যলগ্নে মন্দিরের উদ্বোধন হবে।
ইতিমধ্যে ওল্ড ও নিউ দিঘা ঘিরে সাজ সাজ রব। সোমবার থেকেই হাজার হাজার পর্যটক দিঘামুখী। বিপুল জনসমাগমের সম্ভাবনা থাকায়, তা সামলাতে ইতিমধ্যে রণকৌশলও ঠিক করে ফেলেছে প্রশাসন। তদারকির দায়িত্বে রয়েছেন জেলাশাসক পূর্ণেন্দু মাজি। তবে সোমবার থেকে নিজে হাতে পুরো বিষয়টির তদারকি করবেন মুখ্যমন্ত্রীও। তিনি নিজেই আগে একথা জানিয়েছিলেন। সে কারণেই আগাম পৌঁছেও গেলেন দিঘায়।
দিঘার মন্দিরের উদ্বোধন উপলক্ষ্যে ইতিমধ্যে ‘নয়নপথগামী জয় জগন্নাথ স্বামী’ গান লিখেছেন মুখ্যমন্ত্রী। সুরও তাঁর দেওয়া। গানটি গেয়েছেন রাজ্যের পর্যটনমন্ত্রী ইন্দ্রনীল সেন। গানের সঙ্গে জগন্নাথ মন্দিরের বিভিন্ন দৃশ্য তুলে ধরা হয়েছে। মুখ্যমন্ত্রীর ফেসবুক পেজ থেকে ইতিমধ্যে তা শেয়ারও করা হয়েছে। লক্ষ লক্ষ ভিউয়ার ইতিমধ্যে গানটি দেখেছেন। উদ্বোধনের দিন ওই গানটি পরিবেশিত হবে।