শেষ আপডেট: 2nd October 2024 16:50
দ্য ওয়াল ব্যুরো: বুধবার ভোরে মহালয়ার তপর্ণেও আরজি করের ছায়া দেখা গেছে। বিচারের দাবিতে সাত সকালে অনেককে গঙ্গাতে প্রদীপ ভাসিয়েছে। দুপুরে শহরের রাজপথে বেরিয়েছে ডাক্তারদের মিছিল।
অন্যদিকে কলকাতা-সহ জেলায় জেলায় পুজোর উদ্বোধনও শুরু হয়ে গেছে। এদিন নজরুল মঞ্চে জাগো বাংলার উৎসব সংখ্যার আনুষ্ঠানিক প্রকাশ মঞ্চ থেকে 'কেন পুজো করব, কেন উৎসব?' ব্যাখ্যা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সেখানে মমতা নিজেই প্রশ্ন তোলেন, "অনেকে বলেন কেন পুজো করব, কেন উৎসব করব?" জবাবও দিয়েছেন নিজেই। বলেছেন, "কথাতেই আছে ১২ মাসে ১৩ পার্বণ। আমরা সব কাজ করি, ধর্ম কর্মও মানি। সব ধর্ম সমন্বয়, রামকৃষ্ণ পরমহংসদেবের কথা। আমরা সেটাই করে থাকি, সবাইকে নিয়ে চলার মধ্যে একটা প্রাণ আছে।"
মমতা এও বলেন, "যারা কাজ করে তাঁরা নিঃশব্দে কাজ করে। আর যারা কাজ করে না তাঁরা বকবক করে। বকে বেশি। আমি চাই, কথা কম, কাজ বেশি।"
সাগরদত্তের ঘটনাকে সামনে রেখে সুপ্রিম কোর্টের নির্দেশ উড়িয়ে গত মঙ্গলবার থেকে রাজ্যজুড়ে নতুন করে কর্মবিরতিতে নেমেছেন জুনিয়র চিকিৎসকরা। পুজোর যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলা হচ্ছে। ভোর দখল, রাত দখলের ডাক দিয়েছে। এর নেপথ্যে বাম ও অতি বাম কিছু সংগঠনের প্রত্যক্ষ মদত ও ইন্ধন ছিল বলে শাসক দল অনেক দিন ধরেই দাবি করছে।
অভিযোগ, উৎসবকে অপ্রাসঙ্গিক করে দিয়ে শক্তির আরাধনার সময়ে প্রতিবাদকেই উজ্জ্বল করে তোলার লক্ষ্য তাদের। অনেকের মতে, যার বৃহত্তম লক্ষ্য অবশ্যই রাজনৈতিক। বামেরা এই সুযোগকে কাজে লাগিয়ে পালে হাওয়া টানতে চাইছে। সম্ভবত সেই কারণেই মুখ্যমন্ত্রী এদিনের মঞ্চ থেকে স্বতস্ফূর্তভাবে পুজো এবং উৎসবে ফেরার প্রসঙ্গ টেনে এনেছেন বলে মনে করা হচ্ছে।