শেষ আপডেট: 30th January 2025 15:41
দ্য ওয়াল ব্যুরো: আরজি কর দুর্নীতি মামলায় এবার সিবিআইয়ের বিরুদ্ধেই বড় অভিযোগ। সন্দীপ ঘোষ-অভিজিৎ মণ্ডলদের বিরুদ্ধে সরকার চার্জ গঠনের অনুমতি দেওয়ার পরও তা আদালতকে জানায়নি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এ নিয়েই বৃহস্পতিবার আদালতের প্রশ্নের মুখে পড়ল সিবিআই।
কেন রাজ্য চার্জ গঠনের অনুমতি দেওয়া সত্ত্বেও আদালতকে তা জানানো হল না, তার কারণ জানতে চেয়ে সিবিআইকে এদিন শোকজ করেন আলিপুর আদালতের বিচারক।
সিবিআইয়ের তদন্তকারী অফিসার মণীশ উপাধ্যায়কে ধমক দিয়ে বিচারক এও বলেন, "হাইকোর্ট জানতে পারল কিন্তু ট্রায়াল কোর্ট জানল না? ট্রায়াল কোর্টকে বাইপাস করে হাইকোর্টে যাচ্ছেন?'
সিবিআইয়ের গড়িমসি নিয়ে বিরক্তি প্রকাশ করে এরপরই বিচারক জানিয়ে দেন, আগামীকালের মধ্যে চার্জ গঠনের সমস্ত নথি জমা দিতে হবে।
গত বছরের ৮ অগস্ট গভীর রাতে আরজি করের সেমিনার হলে ডাক্তারি ছাত্রীকে ধর্ষণ-খুনের অভিযোগ ওঠে। সেই সূত্রেই সামনে আসে আরজি কর হাসপাতালের আর্থিক দুর্নীতির অভিযোগ। সেই মামলায় আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, বিপ্লব সিং, আফসার আলি , সুমন হাজরা, আশিস পাণ্ডেকে গ্রেফতার করে সিবিআই।
গত ২৯ নভেম্বর এই দুর্নীতি মামলায় আলিপুর আদালতে চার্জশিটও দাখিল করেছিল সিবিআই। তবে অভিযুক্তদের মধ্যে সন্দীপ ঘোষ রাজ্য সরকারি কর্মচারী হওয়ায়, এক্ষেত্রে তাঁর বিরুদ্ধে চার্জগঠনের জন্য সরকারের অনুমোদন প্রয়োজন। আদালত সূত্রের খবর, গত ২৭ নভেম্বর এ বিষয়ে রাজ্য প্রয়োজনীয় অনুমতিও দিয়ে দিয়েছে। অথচ সিবিআই তা আদালতকে জানায়নি বলে অভিযোগ।
এদিন এ বিষয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করেন অভিযুক্তদের অন্যতম আফসারের আইনজীবী শ্যামল মণ্ডল। আদালতকে বলেন, ‘‘এই মামলায় প্রথম থেকেই সিবিআই সহযোগিতা করছে না। ২৭ নভেম্বর রাজ্য থেকে অনুমতি পাওয়ার তিন দিন পরেও সেকথা আদালতকে জানায়নি।"
এরপরই ক্ষুব্ধ বিচারক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে শোকজ করেন। ২৪ ঘণ্টার মধ্যে চার্জ গঠনের সমস্ত নথি জমা দেওয়ার নির্দেশ দিয়ে আদালত জানিয়েছে, আগামী সাত দিনের মধ্যে অভিযুক্তদের বিরুদ্ধে চার্জ গঠনের কাজ শেষ করতে হবে।