শেষ আপডেট: 18th October 2024 16:10
দ্য ওয়াল ব্যুরো: 'এভাবে আড়ালে আবডালে চুপিচুপি বৈঠক কেন? তবে কি জুনিয়রদের আন্দোলন থেকে ব্যাক্তিস্বার্থ মেটানোর প্রয়াস?'
বৃহস্পতিবার সন্ধেয় কুণাল ঘোষের সঙ্গে একান্তে বৈঠক করেছেন চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায়। তারপরই নারায়ণবাবুর ভূমিকা নিয়ে এমনই নানা প্রশ্ন তুলতে শুরু করেছেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসক থেকে একাংশ সিনিয়র চিকিৎসকও।
সম্প্রতি আমরণ অনশনে যোগ দিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন আরজি করের জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতো। টেলিফোনে দ্য ওয়ালকে তিনি বললেন, "সিনিয়র চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায়ের এই ভূমিকা আমাদের আন্দোলনের পরিপন্থী। আমাদের নিঃস্বার্থ আন্দোলন থেকে কেউ নিজের স্বার্থ সিদ্ধি করতে চাইলে আমরা তা বরদাস্ত করব না।"
বৃহস্পতিবার রাতে ফেসবুকে বেশ কয়েকটি ছবি পোস্ট করেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। ছবিতে কুণাল এবং চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায়কে দেখা যাচ্ছে। ক্যাপশনে লেখা, 'ডা. নারায়ণ বন্দ্যোপাধ্যায় এসেছিলেন। কিছু বিষয়ে আলোচনা হল।'
বস্তুত, জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের শুরু থেকেই প্রতিবাদী ভূমিকায় দেখা গিয়েছে চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায়কে। অন্যদিকে প্রথম থেকেই রাজনৈতিক ছোঁয়া থেকে নিজেদের আন্দোলনকে রক্ষা করার প্রয়াস দেখা গিয়েছে জুনিয়র চিকিৎসকদের মধ্যে। প্রাক্তন বিচারপতি, অধুনা বিজেপি নেতা অভিজিৎ গঙ্গোপাধ্যায় থেকে প্রদেশ কংগ্রেসের বর্তমান সভাপতি শুভঙ্কর সরকার, আন্দোলন মঞ্চে গিয়ে সকলকেই শুনতে হয়েছে গো ব্যাক স্লোগান।
এমন আবহে শাসকদলের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা কুণাল ঘোষের সঙ্গে সিনিয়র চিকিৎসক নায়ারণের একান্ত বৈঠক ঘিরে রাত থেকে জল্পনা চড়তে থাকে। সকলের একটাই প্রশ্ন, কী নিয়ে বৈঠক? যদিও এ ব্যাপারে শুরুতে কুণাল বা নারায়ণ কেউই কোনও মন্তব্য করতে না চাওয়ায়, জল্পনা আরও তীব্রতর হয়।
সমালোচনার মুখে পড়ে রাতে সোশ্যাল মাধ্যমে চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায় লেখেন, 'জুনিয়রদের ভালর জন্য যা করার করেছি। আমি প্রথমে মানুষ, তারপরে ডাক্তার, তারপরে আমার রাজনৈতিক সত্ত্বা।'
এ ব্যাপারে সিনিয়র চিকিৎসক হিসেবে নারায়ণের ভূমিকা নিয়ে বড় প্রশ্ন তুলেছেন জুনিয়র চিকিৎসকরা। অনিকেত মাহাতো বলেন, "আমরাও তো চাই, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হোক। উনিও যদি সেটা চাইতেন তাহলে তো মুখ্যসচিব, স্বাস্থ্যভবন বা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে কথা বলতে পারতেন। তা না করে কোনও রাজনৈতিক দলের মুখপাত্রের সঙ্গে চুপি চুপি বৈঠক করলেন কেন? তাহলে কি কোনও ব্যক্তিস্বার্থ রয়েছে?"
পরে এ ব্যাপারে সংবাদমাধ্যমে চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায় দাবি করেন, "আমার উদ্যোগের ভুল ব্যাখ্যা করা হচ্ছে। জুনিয়র চিকিৎসকদের সমস্যার দ্রুত সমাধানের জন্যই আমি দেখা করতে গিয়েছিলাম কুণাল ঘোষের সঙ্গে।"
এ প্রসঙ্গে অনিকেতের পাল্টা প্রশ্ন, "কুণাল ঘোষ তো শুরু থেকে আমাদের আন্দোলন সম্পর্কে মিথ্যে এবং বিভ্রান্তিমূলক মন্তব্য করে চলেছেন। এমন লোকের সঙ্গে বৈঠক করে কী কখনও সমাধান সূত্র বের হতে পারে?" অনেকটা একই সুরে চিকিৎসক সুবর্ণ গোস্বামী বলেন, "অনিকেতদের এমন আশঙ্কা অমূলক নয়। নারায়ণ বন্দ্যোপাধ্যায় ব্য়ক্তি স্বার্থ মেটাতেই একান্তে বৈঠক করেছেন।"
কুণাল ঘোষের সঙ্গে একান্তে বৈঠক করে জুনিয়র চিকিৎসকদের তো বটেই একাধিক চিকিৎসক সংগঠনের প্রশ্নের মুখে পড়েছেন চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায়। জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস থেকে ফেডারেশন অফ মেডিক্যাল অ্যাসোসিয়েশন, সকলেই চিকিৎসক নারায়ণের এহেন ভূমিকার তীব্র নিন্দা করেছে। সংশ্লিষ্ট সংগঠনগুলির তরফে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায়ের এই পদক্ষেপকে তাঁরা সমর্থন করছেন না।