শেষ আপডেট: 31st January 2025 19:33
দ্য ওয়াল ব্যুরো: বছর ঘুরলেই লোকসভা ভোট। সেদিকে মাথায় রেখে দলকে চাঙ্গা করতে মাঠে নামছে সিপিআই (ভারতের কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া)।
আগামী ৫ ফ্রেবুয়ারি কলকাতার রানি রাসমণি রোডে সমাবেশের ডাক দিয়েছে সিপিআই। সেখানে দলের শতবর্ষ উদযাপনের অনুষ্ঠান করবে বামফ্রন্টের শরিক দল।
সাংগঠনিক দুর্বলতা প্রসঙ্গে কোনও রাখ ঢাক না রেখে শুক্রবার সিপিআইয়ের রাজ্য সম্পাদক স্বপন বন্দ্যোপাধ্যায় বলেন, "১০০ বছরে এসেও আমরা কেন দূর্বল হয়ে পড়েছি, তার পর্যালোচনা করার সময় এসেছে। পাশাপাশি দলকে নতুন করে সুসংগঠিত করে তুলতে হবে। তাই এই আয়োজন।" ৫ ফ্রেব্রুয়ারি রানি রাসমণি রোডের সমাবেশে উপস্থিত থকবেন পার্টির সাধারণ সম্পাদক ডি রাজা।
বিজেপি এবং তৃণমূলকে একবন্ধনীতে রেখে সিপিআইয়ের রাজ্য সম্পাদক বলেন, "বিজেপি-তৃণমূলের মধ্যে বিশেষ কোনও ফারাক নেই। বিজেপি'র নীতিগত বিরোধিতা বলতে যা বোঝায় তার ধারপাশ দিয়ে যাচ্ছে না তৃণমূল। ফলে, দেশ যেমন বিজেপি থেকে মুক্তির সংগ্রামে রত। তেমনই বাংলাকেও তৃণমূলের হাত থেকে রক্ষা করতে হবে। এজন্য আগামীদিনে সিপিআই উপযুক্ত ভূমিকা পালন করতে চায়।"
ইন্ডিয়া জোট নিয়েও এদিন ক্ষোভ প্রকাশ করেছেন সিপিআইয়ের রাজ্য সম্পাদক। তিনি বলেন, "বিজেপি শক্তিকে হারাতে যে 'ইন্ডিয়া' জোট গঠন হয়েছে, সেটা আমরা যেভাবে চেয়েছি সেভাবে গড়ে ওঠেনি। এর জন্য দায়ী কংগ্রেসের এক নায়কতন্ত্র মানুসিকতা। যার কারণে জোটের মধ্যেও বিক্ষোভ আছে।"