শেষ আপডেট: 17th September 2024 22:25
দ্য ওয়াল ব্যুরো: আরজি করে ডাক্তারি ছাত্রী খুনে তথ্য লোপাট-ষড়যন্ত্র এবং দুর্নীতির র অভিযোগ প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতার করেছে সিবিআই। ইতিমধ্যে চিকিৎসকদের বেশ কয়েকটি সংগঠন সন্দীপকে বরখাস্তও করেছে।
কিন্তু স্রেফ শোকজ করেই কেন দায় সারল রাজ্য মেডিক্যাল কাউন্সিল? কেন এখনও সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিল করা হল না? এই প্রশ্ন তুলে আইএএ-র রাজ্য মেডিকেল কাউন্সিলের চেয়ারম্যান সুদীপ্ত রায়ের কাছে কৈফিয়ত চাইল ইন্ডিয়ান মেডিক্য়াল অ্যাসোসিয়েশন।
একই সঙ্গে 'ব্যক্তিগত সম্পর্ক' দূরে সরিয়ে রেখে অবিলম্বে রেজিস্ট্রেশন বাতিল করার নির্দেশও দেওয়া হয়েছে।
এদিন ইন্ডিয়ান মেডিক্য়াল অ্যাসোসিয়েশনের তরফে রাজ্য মেডিকেল কাউন্সিলের চেয়ারম্যান সুদীপ্ত রায়ের কাছে জানতে চাওয়া হয়েছে, 'এ ব্যাপারে সন্দীপ ঘোষকে গত ৭ সেপ্টেম্বর শোকজ করা হয়েছিল। ৩ দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছিল। এখনও পর্যন্ত তিনি শোকজের জবাব দেননি। আমরা জানতে চাই, তারপরেও কেন সংবিধান মেনে তাঁর রেজিস্ট্রেশন বাতিল করলেন না'?'
এ ব্যাপারে সুদীপ্ত রায়ের কোনও প্রতিক্রিয়া এখনও জানা যায়নি। প্রসঙ্গত, এদিন সকাল থেকে চিকিৎসক সুদীপ্ত রায়ের বাড়ি, নার্সিংহোম, বাগানবাড়িতে তল্লাশিতে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সকাল সাড়ে নটা থেকে শুরু হওয়া ওই তল্লাশি অভিয়ান চলছে রাত সাড়ে টায় এই প্রতিবেদন লেখার সময়েও।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রের খবর, আরজি করের আর্থিক দুর্নীতির সূত্রেই এই তদন্তে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
'