শেখ শাহজাহান। গ্রাফিক্স- শুভ্র শর্ভিন।
শেষ আপডেট: 14th November 2024 13:24
দ্য ওয়াল ব্যুরো: পুজোর আগে জামিন পেয়েছেন অনুব্রত মণ্ডল, মানিক ভট্টাচার্য, জীবনকৃষ্ণ সাহারা!
সেই উদাহরণ টেনে তাঁর জামিন হচ্ছে না কেন, প্রশ্ন তুলে সম্প্রতি বসিরহাট আদালত চত্বরে নিজের আইনজীবীর সঙ্গে তর্কে জড়িয়েছিলেন সন্দেশখালির 'বাঘ' শেখ শাহজাহান। এবার সেই সূত্রে বদলে ফেললেন নিজের আইনজীবীও!
আইনজীবী বদলের ঘটনা নতুন কোনও বিষয় নয়। তবে যেহেতু অভিযুক্তের নাম শেখ শাহজাহান এবং তিনি যেভাবে নিজের দলের নেতাদের জামিনের উদাহরণ টেনে আইনজীবীর সঙ্গে তর্কে জড়িয়েছেন, স্বভাবতই তা নজর কেড়েছে সকলের।
আদালত সূত্রের খবর, প্রথম থেকে শাহজাহানের মামলাটি লড়ছিলেন আইনজীবী জাকির রুমান। তিনি নাকি শাহজাহানকে এও বলেছিলেন, 'সিবিআইয়ের পর ইডি যেহেতু গ্রেফতার করেছে তাই কিছুটা সময় লাগবে'। সূত্রের দাবি, দেখতে দেখতে ৯ মাস পরও জামিন না মেলায় অনুব্রত, মানিক, জীবনকৃষ্ণদের জামিনের প্রসঙ্গ টেনে সম্প্রতি আদালত চত্বরে নিজের আইনজীবীকে ভর্ৎসনাও করেন সন্দেশখালির 'বাঘ'।
এরপরই আইনজীবী জাকির রুমানকে বদলে এখন থেকে মামলার দায়িত্বভার দিয়েছেন বিপ্লব দাশগুপ্তকে। তিনি বলেন, "একাধিক মামলা রয়েছে আমার মক্কেলের ঘাড়ে! আইনজীবী হিসেবে জামিনের যথাসাধ্য চেষ্টা তো নিশ্চয়ই করব!"
লোকসভা ভোটের মুখে উত্তপ্ত হয়ে ওঠে সন্দেশখালি। সেখানকার তৃণমূল নেতা শাহজাহানের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন বাসিন্দারা। রাতের অন্ধকারে নারী নির্যাতনের একাধিক অভিযোগ প্রকাশ্যে আসে। যার জেরে গত ২৯ ফেব্রুয়ারি শাহজাহানকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। তবে গ্রেফতারের পরও আদালত চত্বরে বাদশাসুলভ আচরণে দেখা গিয়েছিল সন্দেশখালির বেতাজ বাদশাকে। যা নিয়ে সে সময় বিস্তর বিতর্কও হয়।
পরে আদালতের নির্দেশে শাহজাহানকে হেফাজতে নিয়েছিল সিবিআই। পরে শাহজাহানের বিরুদ্ধে আ্রথিক তছরূপের অভিযোগে গত মার্চে গ্রেফতার করে ইডি। সূত্রের দাবি, শুরু থেকেই শাহজাহানের বিরুদ্ধে তদন্তে কোনও ধরণের সহযোগিতা না করার অভিযোগ উঠেছে। ফলে বারে বারে তার জামিনের বিরোধিতা করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
এবার আইনজীবী বদলের বিষয়টি প্রকাশ্যে আসতে কৌতূহল তৈরি হয়েছে বিভিন্ন মহলে। অনেকের মতে, জেলে থাকলেও শাহজাহানের মেজাজে বিশেষ বদল ঘটেনি। আইনজীবী বদলে তারই প্রমাণ দিলেন সন্দেশখালির নেতা।