শেষ আপডেট: 6th October 2024 16:14
দ্য ওয়াল ব্যুরো: জাস্টিস ফর আরজি করের দাবিতে শনিবার রাত থেকে ধর্মতলার ধর্নামঞ্চে অনশনে বসেছেন ৬ জন জুনিয়র চিকিৎসক। কিন্তু তাঁরা কেউই আরজি করের নন।
নির্যাতিতা যে কলেজের, সেখানের কেউ কেন অনশনে নেই, তা নিয়ে নানা প্রশ্ন উঠছিল। এবার সোশ্যাল মাধ্যমে কিঞ্জলের উদ্দেশে সরাসরি ওই প্রশ্ন ছুঁড়ে দিলেন প্রীতম সাহা নামে এক নেট নাগরিক।
রবিবার দুপুরে কিঞ্জল একটি ফেসবুক পোস্ট করেছেন। তাতে ধর্ষণ, খুন, উৎসবের পাশাপাশি বিচারের প্রসঙ্গটিও রেখেছেন তিনি। তারই কমেন্টে প্রীতম সাহা লিখেছেন, "দাদা ১০ জন যেতে বললে ৩৫ জন যাও, আর অনশনে মাত্র ৬ জন।। তাও আরজি করের কেউ নেই। এই দ্বিচারিতা বন্ধ করে মানুষের পরিষেবা ঠিক মতো দেওয়া শ্রেয়!'
প্রসঙ্গত, আরজি করের কেউ অনশনে না বসলেও শনিবার ওই ৬ জনের ছবি পোস্ট করেছিলেন কিঞ্জল। প্রায় সঙ্গে সঙ্গে কমেন্ট বক্সে অমিত চক্রবর্তী বলে এক নেট নাগরিক লেখেন, 'কোনো এক সেলিব্রিটি লিখেছে দেখলাম, বন্দুক অন্যের কাঁধে দিয়ে সব প্রচার এর মুখ হতে চাইছে।' বলার অপেক্ষা রাখে না, কিঞ্জলকে নিশানা করেই এমন মন্তব্য। তাতে কিঞ্জল লিখেছেন, 'লিখতে দিন না!'
এর আগে নবান্নে বা কালীঘাটে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে আন্দোলনকারীদের ১০ জনকে যেতে বলা হলেও তাঁরা তাতে রাজি হননি। ওই প্রসঙ্গ টেনে এদিন একই সুরে প্রীতমও প্রশ্ন তুলেছেন অনশনে আরজি করের কেউ নেই কেন?
রবীন্দ্রভারতীর প্রাক্তন ছাত্র প্রীতমের ফেসবুক প্রোফাইলের পরিচয়ে লেখা আছে তিনি একজন তৃণমূল কর্মী। কিন্তু তাঁর প্রশ্নটিকে একেবারে ফেলে দিতে পারছেন না, আন্দোলনকারীদের অনেকেও। তবে এ ব্যাপারে আগের পোস্টের মতো এই পোস্টে কিঞ্জল এখনও কোনও জবাব দেননি।
উল্লেখ্য, ধর্নায় আরজি করের কেউ কেন নেই, শনিবার রাত থেকে রবিবার দুপুর, এ ব্যাপারে আন্দোলনকারীদের তরফেও সংবাদমাধ্যমের কাছে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। ফলে বিষয়টি নিয়ে চর্চা শুরু হয়েছে বিভিন্ন মহলে।