শেষ আপডেট: 6th December 2024 08:34
দ্য ওয়াল ব্যুরো: সব কিছু ঠিক থাকলে আগামী ২০ ডিসেম্বর পেক্ষাগৃহে মুক্তি পাবে বাংলা সিনেমা খাদান।
আর সেই খাদান সিনেমার প্রমোশনেই বৃহস্পতিবার সন্ধেয় দুর্গাপুরে পৌঁছে গিয়েছিলেন অভিনেতা দেব। দেবের পাশাপাশি যীশু, বরখা, ইধিকা, অনির্বাণ চক্রবর্তী-সহ সিনেমার সঙ্গে যুক্ত অন্যান্য অভিনেতা ও অভিনেত্রীরা উপস্থিত ছিলেন।
তাঁদের দেখতে মানুষের উপচে পড়া ভিড় তৈরি হয়েছিল। যা সামলাতে রীতিমতো হিমশিম খেতে দেখা যায় পুলিশের কর্তাদের।
এদিন সিনেমার প্রমোশনে এসে দেব খাদানের গানের তালে নাচেন। খাদানের ডায়লগ আউড়ে দেব বলেন, 'সর্দার হওয়া এত সহজ নয়, যে একা সব সহ্য করে সেই সর্দার হয়।' একই সঙ্গে এও জানান, বেছে বেছে দুর্গাপুর থেকেই কেন খাদানের প্রমোশন?
দেবের কথায়, "খাদান সিনেমার শুটিং প্রথম দুর্গাপুর থেকেই শুরু হয়েছিল। দুর্গাপুরে মাস দুয়েক থেকে আমরা শুটিংটা কমপ্লিট করেছিলাম। যখনই বেঙ্গল টুরের কথাটা আমাদের মাথায় আসে তখনই আমরা বলেছিলাম দুর্গাপুর থেকে শুরু করতে চাই তাই জন্যই আমরা এখানে।"