শেষ আপডেট: 10th January 2025 14:26
দ্য ওয়াল ব্যুরো: পঞ্চায়েতের বোর্ড গঠনের মিটিংয়ে বিজেপি নেতাকে মারধরের অভিযোগ। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ এনে মামলা গড়িয়েছিল কলকাতা হাইকোর্টে। ওই মামলায় পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট।
'এফআইআরের পরিবর্তে পুলিশ কেন জেনারেল ডায়েরি করেছিল?' সেই প্রশ্নও তুলেছেন বিচারপতি জয় সেনগুপ্ত। পুলিশ কেন কোনও পদক্ষেপ করেনি, তা জানতে চেয়ে পূর্ব মেদিনীপুরের এসপির তত্ত্বাবধানে তদন্তের নির্দেশও দিয়েছে আদালত।
বিজেপি নেতা গৌরহরি মণ্ডলের অভিযোগ, পূর্ব মেদিনীপুরের বেতকুন্ডু গ্রাম পঞ্চায়েতে বিজেপি পঞ্চায়েত সদস্য সংখ্যা বেশি থাকলেও বোর্ড গঠন করতে বাধা দিয়েছিল তৃণমূল। এনিয়ে বিজেপির পঞ্চায়েত সদস্যদের মারধরও করা হয় বলে অভিযোগ।
গৌরহরির অভিযোগ, পুলিশের কাছে গেলেও তারা বিষয়টিকে গুরুত্ব দেয়নি। এফআইআরের পরিবর্তে নাম কা ওয়াস্তে জেনারেল ডায়েরি করে তদন্ত সেরেছিল পুলিশ।
এ ব্যাপারে আগেই পুলিশের কাছে রিপোর্ট তলব করেছিল আদালত। আদালত সূত্রের খবর, এদিন জেলা পুলিশের ডিএসপির তরফে যে রিপোর্ট পেশ করা হয়েছে, তাতে সন্তুষ্ট হয়নি আদালত। এরপরই এসপির তত্ত্বাবধানে পুনরায় তদন্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি। আগামী ৫ ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানির দিন রয়েছে। ওই দিন এ ব্যাপারে রিপোর্ট পেশ করতে হবে জেলার পুলিশ সুপারকে।