Date : 16th Jun, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
সাইপ্রাস সফরে মোদীর উপহার: ফার্স্ট লেডির জন্য রুপোর পার্স, প্রেসিডেন্টকে কাশ্মীরি গালিচাজানোয়ারের খাবার, 'অখাদ্য বিরিয়ানি' স্পাইস জেটের কর্মীকে খেতে বাধ্য করলেন ক্ষুব্ধ যাত্রীরাইজরায়েলের ছায়াযুদ্ধ: কীভাবে কাজ করে তাদের গোয়েন্দা সাম্রাজ্যপ্রেমে নাকি ভাঙন! মুম্বইয়ের রাস্তায় কার হাতের ছবি দিয়ে ভালবাসার উদযাপন দেবের? Digha Jagannath Temple: মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরই দিঘার হোটেল নিয়ে পুলিশের বড় পদক্ষেপউজ্জ্বল, দাগমুক্ত ত্বকের গোপন রহস্য বিটরুটের আইস কিউব! ভাইরাল এই দাবি কি সত্যি?মিঠুনের প্রথম স্ত্রীও ছিলেন অভিনেত্রী, চার মাসের বিয়ে থেকে পেয়েছিলেন চার দশকের যন্ত্রণাবাড়িতে একা থাকলেই ‘রবীন্দ্রনাথ’ হয়ে যেতাম: প্রিয়াংশু পুজোর থিম অপারেশন সিঁদুরবাংলার দুয়ারে ঘূর্ণাবর্ত! বড় আপডেট শোনাল আলিপুর
Firhad Hakim-Bikas Bhavan Incident

SSC: সব্যসাচী দত্ত বিকাশ ভবনে কেন গিয়েছিলেন? ব্যাখ্যা দিলেন ফিরহাদ হাকিম

বৃহস্পতিবার দুপুরে বিকাশ ভবনে (Bikash Bhavan Incident) চাকরিহারা শিক্ষকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা চালানোর অভিযোগ ওঠে সল্টলেকের তৃণমূল নেতা সব্যসাচী দত্তর অনুগামীদের বিরুদ্ধে। 

SSC: সব্যসাচী দত্ত বিকাশ ভবনে কেন গিয়েছিলেন? ব্যাখ্যা দিলেন ফিরহাদ হাকিম

ফিরহাদ হাকিম ও সব্যসাচী দত্ত।

শেষ আপডেট: 16 May 2025 20:14

দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার দুপুরে বিকাশ ভবনে (Bikash Bhavan Incident) চাকরিহারা শিক্ষকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা চালানোর অভিযোগ ওঠে সল্টলেকের তৃণমূল নেতা সব্যসাচী দত্তর অনুগামীদের বিরুদ্ধে। অভিযোগ, সব্যসাচীর উপস্থিতিতে এই 'হামলা' চলে। যদিও ওই হামলার ঘটনায় তৃণমূল নেতা সব্যসাচী দত্তর 'দোষ' তাঁরা দেখছেন না বলে এদিনই সাংবাদিক বৈঠক থেকে জানিয়েছেন রাজ্য পুলিশের শীর্ষ দুই কর্তা।

এডিজি (আইনশৃঙ্খলা) জাভেদ শামিম এবং এডিজি (দক্ষিণবঙ্গ) সুপ্রতীম সরকার বলেন, "উনি (সব্যসাচী দত্ত) নিজের কাজে যাচ্ছিলেন। প্রথম বেআইনি কাজটা করেছিলেন আন্দোলনকারীরাই। তাঁরা ওর গাড়ি আটকে দেন। গাড়ির সামনে শুয়ে পড়েন। তখন তিনি নেমে পরিস্থিতি সামলাতে যান।"

এবার এ প্রসঙ্গে প্রতিক্রিয়া জানাতে গিয়ে সব্যসাচীর পাশে দাঁড়ালেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। এদিন সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফিরহাদ বলেন, "আমরা জনপ্রতিনিধি, মানুষ নরমাল লাইফ লিড করতে পারবেন না, অ্যাম্বুলেন্সে যেতে পারবে না? এটাও তো জনপ্রতিনিধির দায়িত্বের মধ্যে পড়ে।  সব্যসাচী সেটাই দেখতে গিয়েছিল। তখনই ওর ওপর ওরা চড়াও হয়।"

এ প্রসঙ্গে চাকরিহারাদের বিরুদ্ধেই বড় প্রশ্ন তুলেছেন ফিরহাদ। কলকাতার মহা নাগরিকের কথায়, "আপনি আন্দোলন করতে পারেন। গান্ধী মূর্তির নীচে বসতে পারেন। কিন্তু অন্যরা তাঁদের কাজ করে ফ্যামিলির কাছে যেতে পারবে না? মায়ের কাছে ওষুধ দিতে যেতে পারবে না! এটা তো হতে পারে না। মানুষের গণতান্ত্রিক অধিকার আটকানো হবে কেন?"

প্রসঙ্গত, বিকাশ ভবনের ঘটনায় চাকরিহারা শিক্ষকদের বিরুদ্ধেই হামলার অভিযোগ এনেছে রাজ্য পুলিশ। যাঁরা বিশৃঙ্খলা তৈরি করেছে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে বলেও জানিয়েছে পুলিশ। এদিন ফিরহাদও বলেন, "একদিন দু'দিন নয়, দিনের পর দিন নরমাল লাইফ বন্ধ করে দিতে হবে..., এটা কেমন। প্রতিদিন ঘুরে ঘুরে অফিস যেতে হবে দিনের পর দিন..., এটা কি উচিত?"


ভিডিও স্টোরি