শেষ আপডেট: 1st June 2023 06:42
ক্রিকেটে বড় বাধা বৃষ্টি! তবু ঘেরা মাঠে কেন খেলা হয় না? কী কী সমস্যা?
দ্য ওয়াল ব্যুরো: ক্রিকেট মানেই খোলা আকাশের নীচে খেলা। দিন হোক বা রাত ক্রিকেট খেলা কখনই ঘেরা মাঠে হয় না। ১৮৭৭ সালে প্রথম এই খেলা শুরু হয়। ১৫০ বছর পরেও খেলার জনপ্রিয়তা তুঙ্গে। টেস্ট, ওয়ানডে পেরিয়ে এখন বিশ্ব মজেছে টি২০ জ্বরে। একের পর এক টুর্নামেন্ট ঘিরে উত্তেজনা বেরিয়েই চলেছে।
কিন্তু ক্রিকেটের সবচেয়ে বেশি সমস্যা হল, বৃষ্টি হলেই বন্ধ হয়ে যায় খেলা। সদ্য সমাপ্ত আইপিএলেও এই সমস্যা দেখা দিয়েছে। আইপিএলের ফাইনালে বৃষ্টি যেন অভিশাপের মতো দেখা দিয়েছিল। রবিবার ফাইনাল হওয়ার কথা থাকলেও বৃষ্টির জন্য তা পিছিয়ে যায়। ম্যাচ গড়ায় রিজার্ভ ডে-তে। সোমবারও ম্যাচের মাঝেই ঝেঁপে বৃষ্টি মানে। ডিএলএস নিয়মে শেষে খেলা পরিসমাপ্ত হয়।
শুধু আইপিএল নয়, ক্রিকেটে বৃষ্টি একটা বড় সমস্যা।অনেকের মনেই প্রশ্ন জাগে, কেন অন্যান্য খেলার মতো ক্রিকেটও ঢাকা মাঠে খেলা হয় না! রইল সেই প্রশ্নের উত্তর---
ক্রিকেট অন্যান্য খেলার থেকে একটু আলাদা। ক্রিকেট মানেই ২২ গজের খেলা। সেই ২২ গজ না পিচের অবস্থার ওপর নির্ভর করে ম্যাচের ভাগ্য। পিচের চরিত্রর ওপরই বল কতটা ঘুরবে, কতটা নয়, সবই নির্ভরশীল। সেই পিচের চরিত্র আবার ঠিক হয় আবহাওয়ার ওপর। যা অত্যন্ত জরুরি। খোলা আকাশের নীচে খেলা হওয়ার অন্যতম কারণ সেটাই।
এছাড়াও যে কারণগুলির জন্য ঘেরা মাঠে খেলা হয়---
উচ্চতা
ক্রিকেট মানেই চার-ছয় ও উইকেটের খেলা। সেখানে কোন ক্রিকেটার কত উচ্চতায় ছয় মারবেন সেটা তাঁর নিজেরও নিয়ন্ত্রণে থাকে না। সবটাই নির্ভর করে বলের গতি, টাইমিং ইত্যাদি বিষয়ের ওপর। তাই অনুমান করেও ঠিক করা যাবে না কত উচ্চতায় ছাদ করলে খেলায় প্রভাব পড়বে না।
ঘেরা মাঠের মধ্যে ঘাস সতেজ থাকে না
ক্রিকেট ম্যাচে ঘাসের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। এদিকে, ছাদ-সহ স্টেডিয়ামগুলি ঘাসের জন্য একেবারেই উপযুক্ত পরিবেশ নয়। কারণ ঘাসের জন্য প্রয়োজন সূর্যের আলো। কোনওভাবেই সেই ঘাস সতেজ রাখার জন্য কোনও কৃত্রিম পন্থা কাজ করে না।
অতিরিক্ত বাজেট
ক্রিকেট স্টেডিয়াম যেকোনও অন্য খেলার স্টেডিয়ামের থেকে বড় হয়। আর সেটা তৈরি করতে প্রচুর টাকার প্রয়োজন হয়। ছাদ সহ স্টেডিয়াম তৈরি করা মনে আরও টাকার খেলা। বিশ্বের হাতেগোনা কয়েকটি দেশের ক্রিকেট বোর্ড ছাড়াও আর তেমন কারওর কাছেই এই খেলার জন্য এত বিনিয়োগ নেই। ফলে ভাঁড়ারে টান লেগেই থাকে। এইসব কারণগুলির জন্যই ক্রিকেট খোলা আকাশে খেলা হয়ে থাকে।
ভারতের অনড় মনোভাবে এশিয়া কাপ এবার পাকিস্তান থেকে সরতে পারে শ্রীলঙ্কায়