শেষ আপডেট: 10th December 2024 18:51
দ্য ওয়াল ব্যুরো: জাতি ভিত্তিক পূর্ণ জনগণনার দাবিতে মঙ্গলবার বিধানসভায় ঝড় তুললেন আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকী।
নওসাদের কথায়, "১৯৩১ সালের পর পূর্ণাঙ্গভাবে জাতি ভিত্তিক জনগণনা হয়নি। ১০০ বছর হতে চলেছে, এখনও যদি জাতিভিত্তিক গণনা না হয়, তাহলে বাংলা তথা দেশের মানুষ কোন পর্যায়ে রয়েছে আমরা জানব কী করে।"
সম্প্রতি নিজেদের উদ্যোগে রাজ্যে জাতিভিত্তিক জনগণনা করেছে বিহার, অন্ধপ্রদেশ এবং কর্ণাটকের সরকার। নওসাদের প্রশ্ন, "বাংলাও কেন ওই পথ অনুসরণ করছে না? কারণ, একটি জাতির উন্নতি চাইলে জাতিভিত্তিক জনগণনা এবং তাঁর আর্থ সামাজিক বিন্যাসের বিষয়ে পুঙ্খানুপুঙ্খ জানা জরুরি।"
নওসাদ বলেন, ২০১১ সালে দেশজুড়ে আর্থ সামাজিক জাতি গণনা হলেও ২০১৪ সালে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে এখনও পর্যন্ত রিপোর্ট প্রকাশ করেনি। বাংলাতেও শেষ জনগণনা হয়েছিল ২০১৪-১৫ সালে । তাই জাতি ভিত্তিক জনগণনা না হওয়ার ফলে জনজাতি, উপজাতি, অনগ্রসর হিন্দু ও সংখ্যালঘু হিন্দুরা আর্থ সামাজিক দিক থেকে কোন জায়গায় রয়েছে. তাঁর সঠিক মূল্যায়ণ করা যাচ্ছে না।
প্রসঙ্গত, জনসংখ্যা বৃদ্ধি নিয়ে সম্প্রতি বিধানসভায় সরব হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। শুভেন্দুর কথায়, "পপুলেশন কন্ট্রোল বিল আনা উচিত। দুটির বেশি সন্তান নয়, জন্ম নিয়ন্ত্রণ আটকানোর জন্য এই আইন আনা জরুরি।"