মমতা বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম ও স্নেহাশিস চক্রবর্তী। গ্রাফিক্স, শুভম সেনগুপ্ত
শেষ আপডেট: 17th March 2025 20:40
দ্য ওয়াল ব্যুরো: রমজানের মধ্যে সোমবার বিকেলে ফুরফুরা শরিফে (Furfura) পৌঁছে ইফতার পার্টিতে অংশ নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee)।
তাঁর সঙ্গে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার থাকলেও দেখা যায়নি তৃণমূলের সংখ্যালঘু মুখ ফিরহাদ হাকিম (Firhad Hakim) কিংবা হুগলির বিধায়ক ও রাজ্যের মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীকে (Snehashis Chakraborty)। যা নিয়ে বিভিন্ন মহলে কৌতূহল তৈরি হয়েছে।
রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকের মতে, কয়েক মাস আগে পুরমন্ত্রী তথা কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিমের মুখে উগ্র মৌলবাদী কথা শুনে অনেকের মতো বিস্মিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী। সংশ্লিষ্ট মহলের মতে, তখন থেকে ববিকে এড়িয়ে চলছেন দিদি।
একইভাবে স্নেহাশিসের উপস্থিত না থাকা নিয়েও অনেকে ফুরফুরার পীরজাদা তহ্বা সিদ্দিকির সাম্প্রতিক মন্তব্যের রেশ দেখছেন। গত জানুয়ারিতে হুগলির জাঙ্গিপাড়ার ফুরফুরা শরিফে নিজের নতুন বাড়িতে শীতবস্ত্র বিতরণের অনুষ্ঠানের আয়োজন করেছিলেন ত্বহা সিদ্দিকি।
ওই অনুষ্ঠানে স্থানীয় বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর ভূমিকা নিয়েই প্রশ্ন তুলেছিলেন তহ্বা। ফুরফুরার পীরজাদা চ্যালেঞ্জের সুরে জানতে চেয়েছিলেন, "এলাকার বিধায়ক হিসেবে বা মন্ত্রী হিসেবে ফুরফুরা শরিফের জন্য পরিবহণ মন্ত্রী কি কাজ করেছেন? এ ব্যাপারে জাঙ্গিপাড়ার বিধায়ক স্নেহাশিস চক্রবর্তী ব্যাখ্যা দিলে ফুরফুরা শরিফের মানুষ কৃতজ্ঞ থাকবে।"
এরপরই স্নেহাশিসের বিরুদ্ধে বড় অভিযোগ এনে পীরজাদা অভিযোগ করেছিলেন, "ফুরফুরা শরিফে চারটি বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়> স্নেহাশিষ চক্রবর্তী পরিবহনমন্ত্রী হওয়ার এক সপ্তাহের মধ্যে সেই বাস বন্ধ হয়ে গেছে।" যধিও তহ্বার আনা অভিযোগ সে সময় উড়িয়ে দিয়েছিলেন স্নেহাশিস।
সাধারণত যেকোনও অনুষ্ঠানে গেলে স্থানীয় বিধায়ক বা মন্ত্রীকে ডেকে নেন মমতা বন্দ্যোপাধ্যায়। পর্যবেক্ষকদের অনেকের মতে, ওপরের কারণগুলির কারণেই সম্ভবত ববি ও স্নেহাশিসকে ফুরফুরা সফরে নেননি মুখ্যমন্ত্রী।
তবে ভিন্ন মতও রয়েছে। অপর একটি অংশের মতে, যেহেতু মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় এদিন ফুরফুরায় গিয়েছিলেন, তাই দলের কাউকে সঙ্গে নিয়ে যাননি। পরিবর্তে শুধু ডিজি রাজীব কুমারকে নিয়ে গিয়েছেন।